নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে কাঁঠাল গাছ থেকে অনবরত ঝরছে রক্তের মতো লাল তরল পদার্থ। গাছটি দেখতে আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল থেকে ভীড় জমিয়েছে উৎসুক জনতা। ঘটনাটি ঘটেছে উপজেলার কাস্তুল বাজারহাটির আবদুল হামিদের হামিদের বাড়িতে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বিকেল থেকেই গাছটি থেকে রক্তের মতো লাল তরল নির্গত হচ্ছে। এরকম ঘটনা এর আগে আমরা কখনো দেখিনি।
এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিৎ সরকার এ প্রতিনিধিকে বলেন, এটা ছত্রাক জাতীয় আঠা ঝড়া রোগ। এ রোগ সঠিক চিকিৎসা দিলে ভালো হয়।