কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে কুলিয়ারচর থানা প্রশাসনের আয়োজনে থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন পিপিএম।
সভায় বক্তব্য রাখেন কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শাহ্ আলম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ শাহ আলম, উপজেলা বিএনপির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম মুছা, উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দীন লিটন।
এ সময় কুলিয়ারচর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পীযূষ কান্তি ঘোষ, সাধারণ সম্পাদক বিজয় দাস, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক সলিল কান্তি রায়, সদস্য সচিব শুসেন চন্দ্র দাসসহ বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন ওসি তদন্ত খোকন চন্দ্র সরকার।
জানা যায়, এ বছর কুলিয়ারচর উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌর এলাকায় মোট ৩৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের তুলনায় একটি বেশি। আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়ে ২ অক্টোবর বিজয়া দশমীর বিসর্জনের মধ্য দিয়ে পূজা শেষ হবে।
সভায় বক্তারা বিভিন্ন পূজামণ্ডপের সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন। সভাপতির বক্তব্যে ওসি মোঃ হেলাল উদ্দিন পূজা চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।