ঢাকা | বঙ্গাব্দ

জাজিরার বড়কান্দি ইউনিয়নে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্বরণে ও তাদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় শরীয়তপুরের জাজিরার বড়কান্দি ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 19-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 15417 জন
জাজিরার বড়কান্দি ইউনিয়নে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন: আলোচনা সভা ও দোয়া মাহফিল
ad728


শরীয়তপুর প্রতিনিধি: 

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্বরণে ও তাদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় শরীয়তপুরের জাজিরার বড়কান্দি ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ কোষাধ্যক্ষ ও সাবেক ছাত্রনেতা রোকনুজ্জামান তালুকদার রোকনের নেতৃত্বে শুক্রবার (১৮ জুলাই ২০২৫) বিকালে বড়কান্দি ইউনিয়নের দুর্গারহাট বাজারে দলীয় কার্যালয়ে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 


উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বড়কান্দি ইউনিয়ন বিএনপি নেতা মোঃ আনোয়ার সৈয়াল এবং সঞ্চালনা করেন, জাজিরা উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মৃধা।


প্রধান অতিথি ছিলেন, সাবেক সাধারণ সম্পাদক,  জাজিরা উপজেলা বিএনপি ও সদস্য শরীয়তপুর জেলা বিএনপি মাস্টার আঃ করিম আক্কাস মাদবর।

প্রধান বক্তা ছিলেন, আলমগীর হোসেন চৌকিদার, সভাপতি, জাজিরা উপজেলা যুবদল। বিশেষ অতিথি ছিলেন, জাজিরা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কৃষক দলের সাবেক আহ্বায়ক কাজী জয়নাল আবেদীন, সিনিয়র যুগ্ম আহবায়ক জাজিরা পৌরসভা বিএনপি মাহবুবুর রহমান শিপন, লুৎফর রহমান কবিরাজ, সভাপতি, জাসাস জাজিরা উপজেলা, মোজাম্মেল মাল, বিএনপি নেতা, জাজিরা উপজেলা। বিশেষ বক্তা ছিলেন, মাজহারুল ইসলাম রনি মুন্সি, সদ্য সাবেক আহবায়ক, জাজিরা উপজেলা ছাত্রদল,  সাজ্জাদ হোসেন রিপন, সাবেক সাধারণ সম্পাদক, জাজিরা উপজেলা ছাত্রদল।


এছাড়াও আল ইসলাম মৃর্ধা, সিনিয়র যুগ্ম আহবায়ক, জাজিরা পৌরসভা ছাত্রদল, তরিকুল ইসলাম, উপজেলা ছাত্রদল, যুগ্ম আহবায়ক, আলমগীর মাদবর, বড়কান্দি ইউনিয়ন, যুবদল সাধারণ সম্পাদক, কামাল মাদবর, আবু কালাম কবিরাজ, জসিম বেপারী, জহিরুল ইসলাম তুহিন,  বাদল মাঝি সহ আরো জাজিরা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক শাহাজাদী সুলতানা।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল