ঢাকা | বঙ্গাব্দ

হাওরে বজ্রপাতে মহিলাসহ তিন জনের মৃত্যু

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রাম ও মিঠামইনে বজ্রপাতে ইন্দ্রজিত দাস (৩৫) ও স্বাধীন মিয়া (১৪) নামে দুই কৃষক এবং ফুলেছা বেগম (৬৫) নামে এক কৃষাণীর মৃত্যু হয়েছে।
  • আপলোড তারিখঃ 28-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 84738 জন
হাওরে বজ্রপাতে মহিলাসহ তিন জনের মৃত্যু ছবির ক্যাপশন: প্রতিকী ছবি
ad728


অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রাম ও মিঠামইনে বজ্রপাতে ইন্দ্রজিত দাস (৩৫) ও স্বাধীন মিয়া (১৪) নামে দুই কৃষক এবং ফুলেছা বেগম (৬৫) নামে এক কৃষাণীর মৃত্যু হয়েছে।


নিহত ইন্দ্রজিত দাস অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের হালালপুর গ্রামের বাসিন্দা মৃত জতীন্দ্র দাসের পুত্র, স্বাধীন মিয়া খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামের বাসিন্দা ইদ্রিছ মিয়ার পুত্র ও ফুলেছা বেগম মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের রানীগঞ্জ  গ্রামের বাসিন্দা মৃত আশ্রব আলীর স্ত্রী।


সোমবার (২৮ এপ্রিল) সকালে হাওরে ধান কাটতে গেলে পৃথক বজ্রপাতে উল্লেখিত দুইজন কৃষক ও নিজের খলায় ধানের খেড় ঢাকতে গেলে ফুলেছা বেগমের এ মর্মান্তিক মৃত্যু হয়।

অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন ও মিঠামইন থানার উপ-পরিদর্শক (এস.আই) অর্পণ বিশ্বাস  এ তথ্য নিশ্চিত করেছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল