নান্দাইল ( ময়মনসিংহ) প্রতিনিধি
"আজ একটি গাছ, আগামীর জন্য একটি প্রাণ" – এই বিশ্বাস থেকেই চালু করেছে হৃদয়ে নান্দাইল এর বৃক্ষরোপণ।
আজ ২৪ বিকাল তিনটায় নান্দাইল উপজেলার আচারগাও ও রাজগাতী ইউনিয়নের কয়কটি স্থানে গাছ লাগানো হয়।
বৃক্ষ রোপণ কর্মসূচিতে কৃষি সম্পাদক আরিফুজ্জামান মামুন এর পরিচালনায় উপস্থিত ছিলেন হৃদয়ে নান্দাইলের সভাপতি আবু ইউসুফ সোহাগ, তিনি বলেন "পরিবেশ রক্ষায় আমাদের এই প্রয়াস চলমান থাকবে, ইনশাআল্লাহ। সবাইকে আহ্বান জানাই – আসুন, গাছ লাগাই, সবুজ পৃথিবী গড়ি। এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম ইয়ামিন, তিনি বলেন "আমাদের সকলের উচিৎ ভালো কাজে আশা এবং বাড়ির আশেপাশে খালি জায়গা গুলোতে গাছ লাগানো। যাতে করে পরবর্তী প্রজন্ম গাছের সাথে সম্পর্ক তৈরী করতে পারে। আরো যুগ্ম সাধারণ সম্পাদক সজল শেখ রাজু এবং সদস্য সজীব আহমেদ সহ আরো অনেকে। পরে কৃষি সম্পাদকের নেতৃত্বে বৃক্ষ রোপণের সময় এলাকার শিশুরাও যুক্ত হয়ে তাদের সাথে ভবিষ্যত প্রজন্মের জন্য গাছ লাগান।