ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামের আনোয়ারায় মাদক বিরোধী র‌্যালি ও মানববন্ধন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নে মাদকের থাবা থেকে সমাজ ও যুবকদেরকে রক্ষা করতে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 12-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 8513 জন
চট্টগ্রামের আনোয়ারায় মাদক বিরোধী র‌্যালি ও মানববন্ধন ছবির ক্যাপশন: মাদক বিরোধী র‌্যালি ও মানববন্ধন
ad728



আমিনুল হক,নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নে মাদকের থাবা থেকে সমাজ ও যুবকদেরকে রক্ষা করতে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।


আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) জুমার নামাজের পর বারশত গ্রাম থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়,পরে  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালিবাড়ি বাজার মোড়ে এসে মানববন্ধন করে। এই মানববন্ধনে অংশ নেন বারশত ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের শতাধিক সচেতন নাগরিক।


মানববন্ধনে বক্তারা বলেছেন, মাদক একটি ভয়াবহ সামাজিক মহামারি। এটি শুধু ব্যক্তি নয়, পরিবার ও রাষ্ট্রকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। ইতোমধ্যে ইউনিয়নের কিছু অসাধু ব্যক্তি মাদকের সঙ্গে জড়িয়ে পড়েছে, যা সমাজের যুব সমাজকে ধ্বংস করে ইউনিয়নের সুনাম ক্ষুণ্ণ করছে।



বক্তারা দৃঢ় কণ্ঠে ঘোষণা দিয়েছেন, গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে মাদক নির্মূলে কাজ করবে। মাদক কারবারিদের শেষবারের মতো সতর্ক করা হচ্ছে—ভবিষ্যতে মাদকের সঙ্গে সম্পৃক্ত পাওয়া গেলে তাদের সমাজ থেকে বিতাড়িত করা হবে। একই সঙ্গে প্রশাসনের কাছে এসব মাদক ব্যবসায়ীকে আটক করে কার্যক্রম বন্ধের জোর দাবি জানানো হয়।



মানববন্ধনে বারশতের সাবেক চেয়ারম্যান ইলিয়াছ কাঞ্চনের সভাপতিত্বে এবং এমদাদুল হোসাইন সুমনের সঞ্চালনায় বক্তব্য রেখেছেন বারশত ইউপি সদস্য মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম দক্ষিণের জেলা যুবদলের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক আবদুল করিম, হাফেজ মনিরুল মোস্তফা, গোলাম মাহমুদ, ইদ্রিস সাওদাগর, মোজাম্মেল সাওদাগর, মোহাম্মদ টিপু, হাফেজ মহিবুল্লাহ কাসেমী ও আনোয়ারা রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দিন মঞ্জু প্রমুখ।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।