ঢাকা | বঙ্গাব্দ

শার্শায় জামায়াত ছাড়লেন একই পরিবারের ৫ জনসহ ৯ কর্মী

যশোরের শার্শা উপজেলায় জামায়াতে ইসলামীর রাজনীতি ছেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন একই পরিবারের পাঁচজনসহ মোট ৯ জন কর্মী।
  • আপলোড তারিখঃ 31-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 18973 জন
শার্শায় জামায়াত ছাড়লেন একই পরিবারের ৫ জনসহ ৯ কর্মী ছবির ক্যাপশন: জামাত ছাড়লেন একই পরিবারের ৫ জনসহ ৯ কর্মী
ad728



হুমায়ন কবির মিরাজ, বেনাপোল:

যশোরের শার্শা উপজেলায় জামায়াতে ইসলামীর রাজনীতি ছেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন একই পরিবারের পাঁচজনসহ মোট ৯ জন কর্মী।


শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে তাদের দলে বরণ করে নেন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।


যোগদানকারীরা হলেন, টেংরা গ্রামের মৃত মুনসুর আলির পাঁচ ছেলে হাজী আনসার আলি, কাওছার আলি, লিয়াকত আলি, আবুজার আলি ও আবুহার আলি। এছাড়া মৃত আব্দুল মাজেদ গাজীর ছেলে আবু বক্কর, মৃত আবেদ আলী গাজীর ছেলে আবু হাসান, মজনুর ছেলে মুকুল হোসেন ও মৃত কচি সরদারের ছেলে অহিদ হোসেন।


নতুন যোগদানকারীরা জানান, তারা দীর্ঘদিন জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে বর্তমানে স্বেচ্ছায় ও সজ্ঞানে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছেন। তারা আগামীর রাজনৈতিক পথচলায় দলের নেতাকর্মীদের সহযোগিতা ও স্থানীয় জনগণের দোয়া কামনা করেন।


বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, জামায়াতের সঙ্গে জড়িত থেকে তারা দীর্ঘদিন রাজনীতি করেছেন। কিন্তু জাতীয়তাবাদী দলের আন্দোলন-সংগ্রাম ও আদর্শে উদ্বুদ্ধ হয়ে তারা বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা তাদের ফুল দিয়ে বরণ করেছি।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।