ঢাকা | বঙ্গাব্দ

অষ্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানে দুই শহীদের সমাধিতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

‎কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের দুই শহীদ জুবায়েদ হোসেন (ইমন মিয়া) ও তনয় চন্দ্র দাসের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (০৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলশাদ জাহান।
  • আপলোড তারিখঃ 05-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 292 জন
অষ্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানে দুই শহীদের সমাধিতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন ছবির ক্যাপশন: শহীদের সমাধিতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন
ad728

অষ্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানে দুই শহীদের সমাধিতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

মো. নজরুল ইসলাম :


‎কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের দুই শহীদ জুবায়েদ হোসেন (ইমন মিয়া) ও তনয় চন্দ্র দাসের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (০৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলশাদ জাহান।

 এ সময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন,  উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিৎ সরকার, সহকারী প্রোগ্রামার আনোয়ার পারভেজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়া, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের ইউডিএফ আব্দুল জলিল, রাজনৈতিক নেতৃবৃন্দ,  স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও শহীদ পরিবারের  সদস্যগণ উপস্থিত ছিলেন।


‎শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ ইমন ও তনয় দাসের শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নিয়ে তাদের সান্তনা দেয়া হয়।
দুপুরে উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলশাদ জাহানের সভাপতিত্বে আলোচনা সভা শেষে শহিদ পরিবারের সদস্য  ও আহত সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

এখানে উল্লেখ্য যে, শহীদ জুবায়েদ হোসেন (ইমন মিয়া) (১৩) উপজেলার সদর ইউনিয়নের সোনাইদীঘির পশ্চিমপাড়ের বাসিন্দা কাঞ্চন মিয়া ও জহুরা বেগম দম্পতির পুত্র। তিনি ঢাকার মোহাম্মদপুর দারুন্নাজাত মাদ্রাসার ছাত্র থাকা অবস্থায় রায়ের বাজার এলাকায় ১৯ জুলাই-২০২৪ পুলিশের গুলিতে নিহত হন।


অন্যদিকে শহীদ তনয় চন্দ্র দাস ২০২৪ সলের ২০ জুলাই গণঅভ্যুত্থানে গাজীপুর বোর্ড বাজার এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন। তিনি উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের ভাটিনগর গ্রামের বাসিন্দা হরিকান্ত চন্দ্র দাস ও সবিতা রানী দাস দম্পতির একমাত্র সন্তান। তনয় কুলিয়ারচর ডিগ্রী কলেজের একাদ্বশ শ্রেণীর ছাত্র ছিলেন। 


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

জুলাই গণঅভ্যুত্থানের ১ম বার্ষিকী উপলক্ষে শার্শায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা