আমিনুল হক,নিজস্ব প্রতিনিধিঃ
আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ আরও পাঁচ মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিনের আবেদন আবারও খারিজ করেছে আদালত।
বৃহস্পতিবার (২৪ জুলাই) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে মামলাগুলোর শুনানি হয়। শুনানি শেষে বিচারক হাসানুল ইসলাম এ আদেশ দেন।
চট্টগ্রাম আদালতের সহকারি এপিপি মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
দেখা গেছে, চিন্ময়ের জামিন শুনানিকে কেন্দ্র করে আদালতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তার আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্যকে কঠোর নিরাপত্তা দেওয়া হয়।
সূত্র জানায়, চিন্ময়ের জামিন আবেদনের পক্ষে ঢাকা থেকে আসা অপূর্ব কুমার ভট্টাচার্য শুনানি করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এর বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত পাঁচ মামলাতেই জামিন নামঞ্জুরের আদেশ দেন।
গত ৩ জুন এই একই মামলাগুলোতে চট্টগ্রাম মহানগর হাকিম আবু বক্কর সিদ্দিক তার জামিন নামঞ্জুর করেছিলেন। এরপর চিন্ময়ের আইনজীবীরা জামিনের জন্য চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের দ্বারস্থ হন।