গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁওয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাগলা থানা শাখা ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত ঈদ পূর্ণর্মিলনী ও আলোচনা সভা আজ বুধবার (২ এপ্রিল ) সকালে পাগলা বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী।
ইসলামী আন্দোলন বাংলাদেশ পাগলা থানা শাখার সভাপতি মাওলানা ইমরান মাজহারীর সভাপতিত্বে এবং মুহাম্মদ উজ্জল হোসাইন মৃধা ও মুহাম্মদ তফসিরুল হাসান এর যৌথ সঞ্চালনায় ঈদ পূর্ণর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক ডি এম ইলিয়াস আহমেদ আমিনী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গফরগাঁও উপজেলা শাখার সভাপতি মাওলানা জয়নুল আবেদীন।
এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ, পাগলা থানার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।