রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁওয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা দলিল লেখক সমিতির কার্যালয়ে গফরগাঁও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এ. বি সিদ্দিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শাহ আব্দুল্লাহ আল মামুন, সাবেক যুগ্ম আহবায়ক শহিদুর রহমান ও পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জাহিদ হাসান স্বপন।
ইফতারপূর্ব দোয়া অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে প্রার্থনা করা হয়।
ইফতার মাহফিলে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।