ঢাকা | বঙ্গাব্দ

অষ্টগ্রামে ৬ দফা দাবীতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন

অষ্টগ্রামে ৬ দফা দাবীতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি : বাংলাদেশ হেল্থ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৬ দফা দাবীতে কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেছেন। মঙ্গলবার (২৪ জুন) সকালে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে তারা এ অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেন। এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ হেল্থ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন অষ্টগ্রাম উপজেলা শাখার সভাপতি হযরত আলী ও সাধারণ সম্পাদক জারহান মিয়া প্রমুখ।
  • আপলোড তারিখঃ 24-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 36238 জন
অষ্টগ্রামে ৬ দফা দাবীতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন ছবির ক্যাপশন: অষ্টগ্রামে ৬ দফা দাবীতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন
ad728
অষ্টগ্রামে ৬ দফা দাবীতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি : বাংলাদেশ হেল্থ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৬ দফা দাবীতে কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেছেন। মঙ্গলবার (২৪ জুন) সকালে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে তারা এ অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেন।
এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ হেল্থ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন অষ্টগ্রাম উপজেলা শাখার সভাপতি হযরত আলী ও সাধারণ সম্পাদক জারহান মিয়া প্রমুখ।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, মানব শিশু জন্মের পর থেকে ১০টি মারাত্মক রোগ থেকে সুরক্ষারজন্য প্রতিষেধক হিসেবে তৃণমূল পর্যায়ে আমরা টিকা প্রদান করে থাকি। আমাদের এ টিকা প্রদানের কাজটি সম্পূর্ণ টেকনিক্যাল হলেও আমরা টেকনিক্যাল পদমর্যাদা থেকে বঞ্চিত। আমরা দীর্ঘদিন থেকে টেকনিক্যাল পদমর্যাদার দাবি করে এলেও তা বাস্তবায়ন না করে সরকারের সকল দপ্তরের কর্মচারীদের থেকে আমরা পদমর্যাদাসহ চরম বেতন বৈষম্যের শিকার হচ্ছি।

তারা বলেন, আমাদের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরে সকল আন্তর্জাতিক অর্জন হওয়া সত্বেও বিগত সরকার আমাদের শুধু আশার বানী শুনিয়েছেন কিন্তু আমাদের ভাগ্যের কোন পরিবর্তন করেননি। তাই আমাদের নিয়োগ বিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক (বিজ্ঞান) সংযোগ করে ১৪তম গ্রেড প্রদান ও ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণসহ প্রস্তাবিত ৬দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মবিরতি পালন করছি।

বক্তারা আরও বলেন, সরকার যদি আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন না করেন, তবে আগামী  সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হবে। তারা আশা প্রকাশ করেন,  বর্তমান সরকার বৈষম্যের শিকার দেশের ২৬ হাজার স্বাস্থ্যসহকারীর আবেদন বিবেচনায় নিয়ে তাদের প্রস্তাবিত ৬দফা দাবি দ্রæত বাস্তবায়ন করবেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

‎লোগাং-এ জুলাই গন অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত