ঢাকা | বঙ্গাব্দ

পানছড়িতে পলাতক আসামী আটক

  • আপলোড তারিখঃ 17-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 42583 জন
পানছড়িতে পলাতক আসামী আটক ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

নিজস্ব প্রতিনিধি, পানছড়ি, খাগড়াছড়ি:‎ জেলার পানছড়ির  নকুল মাষ্টার পাড়া  হতে  পলাতক আসামীকে আটক করেছে পুলিশ।

‎ মঙ্গলবার (১৭ জুন) দুপুরে এএসআই মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে  এলাকায় অভিযান চালিয়ে  জিআর ৪৬/২৪  মামলার পলাতক  আসামি বিজয় বড়ুয়া / পলান)(২২), কে আটক করে।

‎আটককৃত বিজয় বড়ুয়া পলান সদর ইউনিয়নের তালুকদার পাড়ার প্রদীপ বড়ুয়ার ছেলে। 

‎পানছড়ি  থানা ভারপ্রাপ্ত  কর্মকর্তা  মো.  জসিম উদ্দিন  বলেন,  নিয়মিত  টহলে পরোয়ানাভুক্ত পলাতক আসামীদের গ্রেফতার করা চলমান আছে।  অপরাধ দমনে পুলিশ  কাজ করছে।  আটককৃ আসামী কে খাগড়াছড়ি  সদরে বিজ্ঞ আদালতে  পাঠানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সোনাগাজীতে পরিত্যক্ত ঘর থেকে যৌথবাহিনীর অস্ত্র উদ্ধার