ঢাকা | বঙ্গাব্দ

ইপিজেডে ট্রাকচাপায় পোশাকশ্রমিক নিহত

চট্টগ্রাম মহানগরের ইপিজেড এলাকায় ট্রাকচাপায় জায়েদা আক্তার নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন।
  • আপলোড তারিখঃ 20-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 32900 জন
ইপিজেডে ট্রাকচাপায় পোশাকশ্রমিক নিহত ছবির ক্যাপশন: নিহত জায়েদার আইডি কার্ড
ad728



আমিনুল হক,নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রাম মহানগরের ইপিজেড এলাকায় ট্রাকচাপায় জায়েদা আক্তার নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন।


বুধবার (২০ আগস্ট) আনুমানিক সকাল সাড়ে ৮টার দিকে ইপিজেডের ইউনিভার্সেল কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জায়েদা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চর চাপলী গ্রামের বাসিন্দা।জায়েদা টেকনিক্যাল অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানায় চাকরি করতেন।


ইপিজেড থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম জানিয়েছেন , ‘পাঠাও’ মোটরসাইকেলে চড়ে যাওয়ার সময় যানজটের মধ্যে দুই গাড়ির মাঝখানে চাপা পড়ে মোটরসাইকেলটি। এতে পেছনের সিটে থাকা জায়েদা ছিটকে পড়ে গেলে পিছন থেকে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হন।


এসআই আরিফুল আরও জানান,স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।