ঢাকা | বঙ্গাব্দ

চুরি হওয়া ৭১ পিস ব্যাটারীসহ গ্রেফতার এক

নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রাম থেকে চুরি হওয়া ৮ লক্ষ ৯৬ হাজার টাকা মূল্যের ১৪০ পিস ব্যাটারীর মধ্যে ৭১ পিস ব্যাটারীসহ আন্তজেলা চোর চক্রের সদস্য লোকমান হোসেন উরফে সাগর নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
  • আপলোড তারিখঃ 04-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 130549 জন
চুরি হওয়া ৭১ পিস ব্যাটারীসহ গ্রেফতার এক ছবির ক্যাপশন: উদ্ধার করা মালামালসহ আটক আন্তজেলা চোর চক্রের সদস্য লোকমান
ad728

 নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রাম থেকে চুরি হওয়া ৮ লক্ষ ৯৬ হাজার টাকা মূল্যের ১৪০ পিস ব্যাটারীর মধ্যে ৭১ পিস ব্যাটারীসহ আন্তজেলা চোর চক্রের সদস্য লোকমান হোসেন উরফে সাগর নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত লোকমান হোসেন উরফে সাগর মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন রাজনগর খালপাড় গ্রামের বাসিন্দা আবুল কালামের পুত্র। তার বিরুদ্ধে ঢাকা, মুন্সিগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন উপজেলায় প্রায় ৭টি চুরি ও একাধিক ডাকাতির প্রস্তুতি মামলা রয়েছে বলে জানা যায়।

সূত্র জানায়, গত ৩১ জানুয়ারী (শুক্রবার) দিবাগত রাতে উপজেলার পরাশরপাড়া এলাকার সুমন আহমেদের মালিকানাধীন হাজী এন্টারপ্রাইজ থেকে ১৪০ পিস ব্যাটারী চুরি হলে বাদীর অভিযোগের প্রেক্ষিতে ও সোর্স থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী অষ্টগ্রাম থানা পুলিশের একটি বিশেষ টিম সোমবার (৩ ফেব্রুয়ারী) বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান থানা পুলিশের সহায়তায় সিরাজদিখান এলাকা থেকে ৭১ পিস ব্যাটারীসহ লোকমান হোসেন উরফে সাগরকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাজিতপুরের পাটুলী ঘাট থেকে চোরাই কাজে ব্যবহৃত একটি মাহেন্দ্র পিকআপ উদ্ধার করে জব্দ করা হয়।

অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) প্রেস রিলিজে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল