নিউজ ডেস্ক :
আজ রবিবার (৩০ মার্চ)ফিলিস্তিনে ঈদ পালিত হচ্ছে।রবিবার সেখানে ঈদুল ফিতরের প্রথম দিন হবে বলে শনিবার (২৯ মার্চ) আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছিলেন জেরুজালেম ও ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হুসেন। পবিত্র মাহে রমজান মাসের সমাপ্তি এবং ঈদুল ফিতরের শুরু উপলক্ষে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন গাজার বাসিন্দারা। কিন্তু সেখানেও হামলা থামায়নি বর্বর দখলদার ইসরাইল।
গাজা শহরের ঐতিহাসিক ওমারি মসজিদের আঙিনায় ফিলিস্তিনিরা ঈদুল ফিতরের নামাজ আদায় করছেন।
ঈদ এলেও মনে ধারণ করা আশার মত যুদ্ধ বিরতির ঈদ পালন হয়নি,বরং গত বছরের মতো অবরুদ্ধ গাজায় এবারও নেই ঈদের আমেজ। তার মধ্যেই হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী।
সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, আগের মতোই ইসরাইলি হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপের মধ্যে ঈদের নামাজ আদায় করেছেন ফিলিস্তিনিরা।
ফেতরের নামাজের সময় গুলির শব্দও শোনা গেছে। এ সংক্রান্ত একটি ভিডিও ইন্টারনেটে পোস্ট করেছে ফিলিস্তিনি তথ্য কেন্দ্র।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ঈদের দিন সকালেই ইসরাইলি বাহিনী কমপক্ষে ৯ জনকে হত্যা করেছে।এই নিহতদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে।
ঈদের ঠিক আগের দিন শনিবারও (২৯ মার্চ) গাজার বিভিন্ন এলাকাতে ইসরাইলি হামলায় একজন শিশুসহ ১৭ জন ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
উল্লেখ্য, যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তি ভেঙে গত ১৮ মার্চ ইসরাইলি সেনাবাহিনী গাজায় আকস্মিক বিমান হামলা চালায়। এতে ৯২০ জনেরও বেশি মানুষ নিহত এবং ২ হাজার জনেরও বেশি আহত হয়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি সামরিক বাহিনীর নৃশংস আক্রমণে ৫০,২০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন ১ লাখ ১৪ হাজারের বেশি মানুষ।