গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁওয়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে এন এম আব্দুল্লাহ আল মামুন যোগদান করেছেন।
গত বৃহস্পতিবার দুপুরে গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার এন এম আব্দুল্লাহ আল মামুন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইয়াসমিনের নিকট থেকে দায়িত্ব গ্রহণ করেন।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি উপস্থিত ছিলেন।
জানা যায়, এন এম আব্দুল্লাহ আল মামুন গফরগাঁও উপজেলা ইউএনও হিসেবে যোগদানের আগে নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ৩৬তম ব্যাচ (বিসিএস)। তাঁর গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন তিনি।
গফরগাঁওয়ে যোগদানের পর নবাগত উপজেলা নির্বাহী অফিসার এন এম আব্দুল্লাহ আল মামুনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন গফরগাঁও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা -কর্মচারীগণ।
নবাগত ইউএনও এন এম আব্দুল্লাহ আল মামুন সকলের সহযোগিতা কামনা করেছেন।