বুধবার (২২ ডিসেম্বর) বিকালে মাদরাসার মিলনায়তনে এ কম্বল বিতরণ করা হয়। প্রবাসীদের মঙ্গল কামনায় মাদরাসার প্রিন্সিপাল,মাও. তাবারক হোসাইন-এর দোয়ার মাধ্যমে এই অনুষ্ঠানটি শুরু হয়।
উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালা পরিষদের সভাপতি জনাব কাছম আলী, সদস্য জনাব আতাউল্লাহ,জনাব হাজী চান মিয়া সহ অন্যান্য সদস্য ও শিক্ষকবৃন্দ। এ সময় মাদরাসার ৩২ জন অসহায় ও গরীব ছাত্র-ছাত্রীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণের পর মাদরাসার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা-পর্যালোচনা শেষে সভাপতি জনাব কাছম আলী বলেন, এই ধরণের শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো ইসলাম রক্ষার দুর্গ। এখানে প্রত্যেকটি ছাত্র-ছাত্রীকে শিক্ষার পাশাপাশি দেশের সু-নাগরিক হিসাবেও গড়ে তোলা হয়। তাই আমি মনে করি,এ ধরণের প্রতিষ্ঠানগুলোতে সবার নেক দৃষ্টি ও সহযোগিতা থাকা প্রয়োজন। যাতে প্রতিষ্ঠানগুলো আপন গতিতে ইলমের খেদমত করতে পারে।
তিনি আরো বলেন, অসহায় ও গরীব ছাত্র-ছাত্রীদেরকে আমাদের সকলেই সাহায্য ও সহযোগিতা করা আবশ্যক। এতে তারা দেশের সু-নাগরিক হয়ে দেশ ও জাতির উন্নয়নে সঠিক ভূমিকা পলনের মাধ্যমে সমাজের অন্যায় ও অবিচার দূর করবে। আবার তাদের মধ্যে অনেকেই দ্বীনি ইলমে শিক্ষা করে দেশের বিভিন্ন অঞ্চলে ইসলামের খেদমতে নিজেকে নিয়োজিত রাখবে বলে আশা করি।
আল্লাহ তা’য়ালা আমাদেরকে এই ধরণের প্রতিষ্ঠান ও ছাত্র-ছাত্রীদের পাশে থেকে দ্বীনি খেদমতের তৌফিক দান করুক (আমীন)