অষ্টগ্রাম উপজেলা বিএনপির বিজয় র্যালী অনুষ্ঠিত
অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে জুলাই গনঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগষ্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপুর্তিপালন উপলক্ষে অষ্টগ্রাম উপজেলা বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এক বিজয় র্যালীর আয়োজন করে ।
মঙ্গলবার (৫ আগষ্ট) দুপুরে উপজেলার কাস্তুল জিরো পয়েন্টে অষ্টগ্রাম উপজেলার আটটি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণে এ রিজয় র্যালী অনুষ্ঠিত হয়।
অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুলের নেতৃত্বে বিজয় র্যালীটি কাস্তুল জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে অষ্টগ্রাম উপজেলা পরিষদ চত্তরের সামনে গিয়ে শেষ হয় । উক্ত বিজয় র্যালীতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস. এম. শাহীন, সহ-সভাপতি হুমায়ুন কবির দানা, জাকির হোসেন শফি, শাহআলম, যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুল হক নজরুল, শাহ মোয়াজ্জেম হোসেন ইয়াকুব, এডঃ আসাদুল হক আতিক, উপজেলা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব আলী রহমান খান, উপজেলা ছাত্র দলের আহবায়ক তিতুমীর হোসেন সোহেল, সদস্য সচিব আল মাহমুদ মোস্তাক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুয়েল মিয়া, সদস্য সচিব যুবায়ের হোসেন ইয়ামিনসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।