আতাউল গণি, স্টাফ রিপোর্টার :
কাস্তুল প্রিমিয়ার লিগ (কেপিএল) ২০২৫ আসরের ফাইনালে উঠেছে বাংগালপাড়া ক্রিকেট টিম। ২৭ ফেব্রুয়ারি মাঠে নামবে ফাইনালিস্ট দুই দল “বাংগালপাড়া ক্রিকেট টিম” বনাম “ইফাত একাদশ পাওন। সূত্র জানায়-উক্ত টুর্নামেন্টের নক আউট পর্বে হাসিবুলের দুর্দান্ত বোলিং এবং মাজহারুলের ব্যাটিংয়ের উপর ভর করে আলীনগর ক্রিকেট একাদশকে ৩ উইকেটে হারিয়ে সুপার-এইটে জায়গা করে নেয় বাংগালপাড়া।
সুপার-এইটে দেওঘর ইউনিয়ন একাদশকে হুমায়ুন আহমেদ সজলের (হায়ারিং প্লেয়ার) অপরাজিত ৮৯ রান এবং জুসেফ ভূঁইয়ার অপরাজিত ৫৮ রানের ইনিংসে ৬ উইকেটে সহজ জয় তুলে নেয় বাংগালপাড়া, এবং সেমিফাইনালে বীর মুক্তিযোদ্ধা শহীদ হোসেন ভূঁইয়া স্মৃতি সংসদ একাদশের বিপক্ষে হুমায়ুন আহমেদ সজলের ৯১ রানের আরও একটি দুর্দান্ত ইনিংসের মাধ্যমে ২৪০ রানের টার্গেট দিয়ে ৪৬ রানের টানা তৃতীয় জয় নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে বাংগালপাড়া ইউনিয়ন।
আগামী ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার মাঠে নামবে ফাইনালিস্ট দুই দল “বাংগালপাড়া ক্রিকেট টিম” বনাম “ইফাত একাদশ পাওন”। সেই সাথে দলকে চ্যাম্পিয়ন করার প্রতিশ্রুতি দিয়ে খেলতে নামবে বলে জানিয়েছে দলীয় অধিনায়ক অনিক। খেলাটি উপভোগ করতে এবং দলকে সমর্থন দিতে দর্শকদের আহ্বান জানানো হয়েছে দলের পক্ষ থেকে।
অতিথি হিসেবে থাকবেন ইউনিয়ন এবং উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ।