‘
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁওয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র সুস্থতা কামনায় ও দেশনায়ক তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততার লক্ষ্যে দোয়া মাহফিল ও গণ-ইফতার আয়োজন করা হয়েছে।
আজ শনিবার (২২ মার্চ) উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে পাঁচবাগ ইউনিয়ন বিএনপির উদ্যোগে রাজনীতিবিদ, শিক্ষাবিদ, পেশাজীবী আলেম ও শ্রমজীবীসহ সর্বস্তরের জনসাধারণের সম্মানে এ গণ-ইফতারের আয়োজন করা হয়।
পাগলা থানা বিএনপির সাবেক সদস্য নজরুল ইসলাম খান মেম্বারের সভাপতিত্বে ও পাগলা থানা ছাত্রদল নেতা ইয়াহিয়া খান ও আসাদুজ্জামান রাজিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও ময়মনসিংহ -১০ (গফরগাঁও -পাগলা) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডঃ আল ফাতাহ্ খান।
অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, গত ১৭ বছর ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার আমাদের উপর কি পরিমান হামলা, মামলা, অত্যাচার- নির্যাতন করেছে তা আপনারা জানেন। এই পতিত জুলুম সরকারের কারণে বিগত বছরগুলো আপনাদের সাথে ইফতার করার মতো সুযোগ হয়নি।
তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পলায়ন করেছে। কিন্তু দেশকে এখনো অস্থিতিশীল করার জন্য নানা ষড়যন্ত্র হচ্ছে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।
তিনি আরও বলেন, দেশ পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির চলমান আন্দোলন-সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন এবং দলীয় ঐক্য বজায় রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির সহকারী মহাসচিব মো: জাকারিয়া শরিফ, পাগলা থানা বিএনপির সাবেক সদস্য এম এ মালেক, আমির উদ্দিন পালোয়ান ও আমির হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা ফজলুল হক মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক দিদারুল ইসলাম দিদার, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান ও পাগলা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাহিদুল কবির (সেলিম) প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন পাঁচবাগ ইউনিয়ন বিএনপির নেতা আবুল কালাম গেনু, মানিক মেম্বার, আলাউদ্দিন ধনু, পাগলা থানা কৃষক দলের আহবায়ক মো: দীন ইসলাম দিলি, সদস্য সচিব মাহমুদুল হাসান, পাগলা থানা মৎস্যজীবী দলের সদস্য সচিব মো: সাদির বেপারী, পাগলা থানা তাঁতিদলের সদস্য সচিব মো: মনির দপ্তরি, পাগলা থানা ছাত্রদলের সদস্য সচিব সূখেন আকন্দ, টাংগাব ইউনিয়ন যুবদলের সভাপতি মো: মাহফুজ আহমেদ, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো: বিপুল মিয়া, পাগলা থানা স্বেচ্ছাসেবকদল নেতা মো: সাদ্দাম হোসেন, এম রুবেল, পাগলা থানা শ্রমিকদল নেতা শরীফ আহমেদ, পাগলা থানা ছাত্রদল নেতা ইয়াহিয়া খান, পাঁচবাগ ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব অলি আহমেদসহ আরো অনেকেই ।
আলোচনা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশের মানুষের কল্যাণে দোয়া ও মোনাজাত করেন পাঁচ ভাগ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মঞ্জুরুল হক।