ঢাকা | বঙ্গাব্দ

নবীজির রওজা জিয়ারত করেছেন এক সপ্তাহে বিশ্বের ৩ লক্ষাধিক মুসলিম

  • আপলোড তারিখঃ 28-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 16200 জন
নবীজির রওজা জিয়ারত করেছেন  এক সপ্তাহে বিশ্বের ৩ লক্ষাধিক মুসলিম ছবির ক্যাপশন: ছবি :সংগৃহীত
ad728

গত এক সপ্তাহে হযরত মোহাম্মদ (সা.) এর রওজা পরিদর্শনে গিয়েছিলেন ৩ লাখ ৭৬ হাজার ৭৬৫ মুসলিম। একই সময়ের মধ্যে  ৫৪ লাখ মুসল্লি নামাজ আদায় করেছেন মদিনার পবিত্র মসজিদে নববীতে ।

ইসলামের পবিত্র মসজিদটির তত্ত্বাবধানের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ  সাপ্তাহিক আপডেটে এ তথ্য জানিয়েছে। 

মসজিদ কর্তৃপক্ষ  জানান, এই একই সময়ের মধ্যে মুসল্লিদের মধ্যে ১ হাজার ৪৮০ টন জমজমের পানি ও ১ লাখ ৩৬ হাজার ২৮৩ প্যাকেট ইফতারও বিতরণ করা হয়েছে।

ভিড়-ব্যবস্থাপনা প্রটোকল মেনে এসব মুসল্লিরা মদিনায় নবীজির রওজাতে আসেন। সেখানে নারী ও পুরুষদের জন্য আলাদা সময় নির্ধারণ করা আছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, যারা রওজা শরীফে আসতে চান তাদের অবশ্যই আগে থেকে নিবন্ধন এবং নির্ধারিত সময়ের মধ্যে আসতে হবে। এতে করে তারা সুন্দরভাবে হযরত মোহাম্মদ (সা.) এর রওজা পরিদর্শন করতে পারবেন।

গালফ নিউজ জানিয়েছে, ২০২৩ সালে মসজিদে নববীতে নামাজ আদায় করেন ২৮ কোটি মানুষ। যারা সৌদি ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে গিয়েছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
notebook

৬০ বিজিবি’র খাদলা বিওপির অপারেশনাল কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন