ঢাকা | বঙ্গাব্দ

জেলায় শ্রেষ্ঠত্বের সম্মাননা পেল অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদ

কিশোরগঞ্জ জেলায় শ্রেষ্ঠত্বের সম্মাননা পেল অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদ ১৪ জুলাই ২০২৫ ইং কিশোরগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক খন্দকার মাহবুবুর রহমানের কাছ থেকে সনদ ও ক্রেষ্ট গ্রহণ করেন।
  • আপলোড তারিখঃ 14-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 19639 জন
জেলায় শ্রেষ্ঠত্বের সম্মাননা পেল অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদ ছবির ক্যাপশন: শ্রেষ্ঠত্বের সম্মাননা গ্রহন করছেন অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু
ad728


আমিনুল হক,নিজস্ব প্রতিনিধি:

কিশোরগঞ্জ জেলায় শ্রেষ্ঠত্বের সম্মাননা পেল অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদ

১৪ জুলাই ২০২৫ ইং কিশোরগঞ্জ  জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক খন্দকার মাহবুবুর রহমানের কাছ থেকে সনদ ও ক্রেষ্ট গ্রহণ করেন।


অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদ ২০২৪-২৫ অর্থবছরে পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবায় কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হওয়ায় অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।


এই মহৎ স্বীকৃতিকে তিনি ইউনিয়নবাসীর প্রতি উৎসর্গ করে বলেন, এই অর্জন শুধুমাত্র আমার একার নয়, এটি অষ্টগ্রাম সদর ইউনিয়নের আপামর জনসাধারণের ঐকান্তিক প্রচেষ্টা, সহযোগিতা এবং স্বাস্থ্যসচেতনতার ফসল। ইউনিয়ন বাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া এই সাফল্য অর্জন করা সম্ভব হতো না।


চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু আরও বলেন, "আমরা ভবিষ্যতেও পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবো, যাতে আমাদের ইউনিয়নের প্রতিটি পরিবার সুস্থ ও সুন্দর জীবনযাপন করতে পারে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল