ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে স্বামীর শিলনোড়ার আঘাতে স্ত্রীর মৃত্যু

চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নে মসলা বাটার শিলনোড়া দিয়ে আঘাত করে কুলসুমা বেগম (৪০) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
  • আপলোড তারিখঃ 30-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 51667 জন
চট্টগ্রামে স্বামীর শিলনোড়ার আঘাতে স্ত্রীর মৃত্যু ছবির ক্যাপশন: প্রতীকী ছবি
ad728



আমিনুল হক,নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নে মসলা বাটার শিলনোড়া দিয়ে আঘাত করে কুলসুমা বেগম (৪০) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।  


বুধবার (৩০ জুলাই) আনুমানিক ভোর পাঁচটার দিকে খোয়াজনগর গ্রামে এ ঘটনা ঘটে।

কুলসুমা বেগম ওই এলাকার আজিজুল হকের স্ত্রী।

স্থানীয়রা ও পুলিশ জানিয়েছে, কুলসুমার সাথে আজিজুলের পারিবারিক নানা বিষয় নিয়ে ভোর বেলায় ঝগড়া হয়।

এ সময় আজিজুল কয়েক দফায় স্ত্রীকে মারধর করেন। একপর্যায়ে মসলা বাটার একটি নোড়া দিয়ে কুলসুমার মাথায় আঘাত করেন।তাতে কুলসুমা অচেতন হয়ে পড়েন। 

তাকে প্রতিবেশীরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক)হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরীফ হোসেন জানিয়েছেন, পারিবারিক নানা বিষয়ে ঝগড়ার সময় সময় স্বামী কয়েক দফায় স্ত্রীকে মারধর করেন। একপর্যায়ে স্বামীর নোড়ার আঘাতে তার মৃত্যু হয়েছে। স্বামী পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।