আবু ইউসুফ সোহাগ, বিশেষ প্রতিনিধি
আমার রক্তে বাঁচবে প্রাণ, হাসবে রোগী যুরাবে প্ররাণ। এই স্লোগান কে সামনে রেখে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের কুড়িকাহনিয়া গ্রামের কুড়িকাহনিয়া ইমাম হোসেন দারুণ কুরআন ক্বওমী মাদ্রাসায় সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ফ্রী ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় শাখার পরিচালক ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকঃ সামিরুল হক বাছির মাহমুদ সাহেব, তিনি বলেন " আমরা সুন্দর ভাবে ১৩ তম ক্যাম্পিং শেষ করতে পারছি, সে জন্য আল্লাহর কাছে শুকরিয়া ( আলহামদুলিল্লাহ), কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদকঃ মোঃ জাহিদুল হাসান রোমান সাহেব. তিনি বলেন " কওমি ব্লাড ফাউন্ডেশন শুরু থেকেই, ব্লাড গ্রুপ পরিক্ষার জন্য মানুষের দোরগোড়ায় যাওয়ার চেষ্টা করছে। সে জন্য আজ আমরা চলে আসলাম একটি গ্রামীণ পরিবেশের মাদ্রাসায়। আরো উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা শাখার সভাপতিঃ মোঃ রোমন শেখ । সিলেট বিভাগীয় শাখার সাংগঠনিক সম্পাদক. মোঃ মাহবুব হুসাইন আবিদ, সাংগঠনিক সম্পাদক. মোঃ আরিয়ান হাসান হৃদয় এবং সংগঠনের শুভাকাঙ্ক্ষী মোঃ স্বাধীন আহমদ সহ প্রমুখ।ব্লাড ক্যাম্পেইন তিন শতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ফ্রী ব্লাড গ্রুপ টেস্টিং সম্পুণ হয়েছে।