ঢাকা | বঙ্গাব্দ

কর্মে আনে সুখ

কর্মে আনে সুখ
  • আপলোড তারিখঃ 23-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 156094 জন
কর্মে আনে সুখ ছবির ক্যাপশন: কবি ইকবাল হাসান মাহমুদ
ad728

কর্মে আনে সুখ

ইকবাল হাসান মাহমুদ 


অলস যারা সর্বহারা 

দুখের মাঝে রয়,

থেকে বসে কপাল দোষে 

ঘটছে এমন কয়৷


কর্ম বিনে রাতে দিনে 

সময় করে পার,

ভাগ্যে লেখা আমি একা

কী করিব আর৷


ফেরে না হুঁশ এমন মানুষ 

কাজে দেয় না মন,

পকেট ফাঁকা থাকে কাকা 

পায় না খুঁজে ধন৷


থাকতে সুখে কাজে ঝুঁকে 

নিলে দায়ের ভার,

কে তোমাকে আটকে রাখে

এমন সাধ্য কার?


কর্মে ফাঁকি দিবে যারা

শোনো বলি ভাই,

দুখের মাঝে বসত তাদের 

সুখের দেখা নাই৷


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান