আমিনুল হক,নিজস্ব প্রতিনিধি:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামের মীরসরাই উপজেলার ঠাকুরদিঘী বাজার এলাকায় কাভার্ডভ্যানে প্রাইভেটকারের ধাক্কায় দু’জন নিহত ও চারজন আহত হয়েছেন।
আজ শুক্রবার(১২সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামমুখী লেনে বায়তুস সুলতান জামে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতরা হলেন ঢাকার তুরাগ থানার উত্তরা ১০নং সেক্টর এলাকার বাসিন্দা গোলাম সরোয়ার (৪২) ও তার তিন বছরের শিশু কন্যা মুসকান। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. বোরহান উদ্দিন জানিয়েছেন, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো উ-১১-৭১৬৮)-এ পেছন থেকে দ্রুতগামী প্রাইভেটকার (ঢাকা মেট্রো ঘ-১৩-৭৩৪৮) ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যান এবং চারজন আহত হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের চোখে ঘুম আসার কারণেই এ দুর্ঘটনা ঘটে।
তিনি আরও বলেছেন, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।এবং গুরুতর আহতদের মধ্যে দু’জনকে চমেক হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর কাভার্ডভ্যান ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে।