ঢাকা | বঙ্গাব্দ

জীবন

এ জীবন বয়ে চলা অন্তহীন পথে- যদি সুখ এসে পড়ে, ভুল কোন রথে; ক্লান্ত আমি হেটে যাই, সাবধানে শ্লথে; আঁধার রাত্রি শেষে, নতুন প্রভাতে।
  • আপলোড তারিখঃ 21-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 65819 জন
জীবন ছবির ক্যাপশন: কবি শাহ মোহাম্মদ মহিবুল্লাহ, ছবি: জার্নাল অব কান্ট্রি
ad728


ডা. শাহ মোহাম্মদ মহিবুল্লাহ

গভীর রাত্রির আঁধার, ছুয়ে যায় সব-

 অতীত বর্তমান আজ অন্ধ অনুভব!

একাকী বেঁচে থাকবার, দুঃখ বৈভব; 

 মলিন করে বিস্তীর্ন, স্বপ্ন উৎসব। 


লিলুয়া বাতাসে, উষ্ণ হাওর হাওয়ায়-

মাতাল করা, সুখহীন নৌকা বাওয়ায়; 

অনুভূতি শূন্য হয়, বৈরাগ্য যন্ত্রণায়     

  প্রতি পদে ভুল হওয়া, অংক খাতায়।  


এ জীবন কাব্যময়, বাসা বাঁধে জ্বরা, 

 সুখগুলো ভুলে যাই, দুঃখ ডালা ভরা; 

 ঢেউহীন সমুদ্রে ঝড়; তোলে কবিতারা-

বিষন্ন রাত্রির গানে, নিঃস্ব তারকারা!


এ জীবন বয়ে চলা অন্তহীন পথে-       

  যদি সুখ এসে পড়ে, ভুল কোন রথে; 

 ক্লান্ত আমি হেটে যাই, সাবধানে শ্লথে; 

 আঁধার রাত্রি শেষে, নতুন প্রভাতে। 


অভিমান, অভিশাপ সব ভুলে তাই, 

  ঊষার আলোতে রোজ স্বপ্ন বুনে যাই!

বিবর্ণ আমাতে মাখি, রঙ্গিন রোশনাই; 

 জোসনা চাতক হয়ে, শূন্যে মিলাই। 



ডা. শাহ মোহাম্মদ মহিবুল্লাহ্ ,         

 স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, 

 অষ্টগ্রাম, কিশোরগঞ্জ। 



নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সোনাগাজীতে পরিত্যক্ত ঘর থেকে যৌথবাহিনীর অস্ত্র উদ্ধার