ঢাকা | বঙ্গাব্দ

আন্তর্জাতিক থেখোংদো ফেস্টিভ্যালে ২য় হয়েছেন বাংলাদেশের শওকত

2025 Foreigner Taekwondo Exhibition Festival ২৫ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। এতে অন্তত ৩০ টি দেশ অংশগ্রহণ করেছেন। (Kukkiwon এটা সেন্টার) এর মাধমে আন্তর্জাতিক থেখোংদো ফেস্টিভ্যাল আয়োজন করে থাকে। প্রতি বছর এই সময় এই ফেস্টিভ্যাল আয়োজন করে থাকে Kukkiwon।
  • আপলোড তারিখঃ 25-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 9545 জন
আন্তর্জাতিক থেখোংদো ফেস্টিভ্যালে ২য় হয়েছেন বাংলাদেশের শওকত ছবির ক্যাপশন: বাংলাদেশের শওকত
ad728



স্টাফ রিপোর্টার:

2025 Foreigner Taekwondo Exhibition Festival ২৫ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। এতে অন্তত ৩০ টি দেশ অংশগ্রহণ করেছেন। (Kukkiwon এটা সেন্টার) এর মাধমে আন্তর্জাতিক থেখোংদো ফেস্টিভ্যাল আয়োজন করে থাকে। প্রতি বছর এই সময় এই ফেস্টিভ্যাল আয়োজন করে থাকে Kukkiwon।

এখানে সকল বিদেশিরা অংশগ্রহণ করে থাকে। 

এতে দেশটির উচ্চ পদস্থ ব্যক্তিবর্গসহ বিভিন্ন দূতাবাসের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক থেখোংদো ফেস্টিভ্যালে ২য় হয়েছেন বাংলাদেশের মাদারীপুর জেলার শিবচর উপজেলার কৃতিসন্তান শওকত হোসেন।


এব্যাপারে শওকত হোসেন বলেন, সবুজ বেল্ট পেয়েছি। এ বিজয় বাংলাদেশের বিজয়। সবাই আমার জন্য দোয়া করবেন।


জানাগেছে, শওকত হোসেন এক জন দক্ষিণ কোরিয়া প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ও সমাজ সেবক। তিনি মালঞ্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে অসহায় মানুষের সেবা করে যাচ্ছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান