ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ দু’জনের মৃত্যুদণ্ড

  • আপলোড তারিখঃ 18-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 8105 জন
চট্টগ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ দু’জনের মৃত্যুদণ্ড ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

আমিনুল হক, নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রামে আকবরশাহ এলাকায় পাঁচ বছর আগে পোশাককর্মী এক স্ত্রীকে পাহাড়ে নিয়ে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামীসহ দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 

বুধবার (১৬ এপ্রিল) সকালে চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক বেগম সিরাজাম মুনিরা এ রায় নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্তরা দুজন হলেন— ভোলার তজুমুদ্দিন থানার শম্ভুপুর ইউনিয়নের গোলকপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মো. ফরহাদ (৩৩) এবং একই থানার পশ্চিম আড়ালিয়া গ্রামের মৃত হাশেম মিস্ত্রির ছেলে মো. সেলিম প্রকাশ মনির (৩৫)।

জানা যায়, ২০২০ সালের ২১ সেপ্টেম্বর কাজে গিয়ে বাসায় ফেরেননি তিনি। পরদিন জেসমিনের ছেলে ফোন করে তার মায়ের নিখোঁজের বিষয়টি জানায়। চট্টগ্রাম গিয়ে প্রথম দফায় খোঁজাখুঁজি করে না পেয়ে তিনি ঢাকায় চলে যান। পরে ১১ অক্টোবর ফের চট্টগ্রাম যান তিনি।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, ১০ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায়, স্বামী ফরহাদ ও তার মামা মো. সেলিমকে মৃত্যুদণ্ড সহ প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

এই রায় সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার বার্তা বহন করবে বলেছেন সংশ্লিষ্টরা।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

চট্টগ্রামে অনলাইন ব্যবসার আড়ালে ছিনতাইয়ের ফাঁদ, চক্রের ৭ সদস্য গ্রেফতার