ঢাকা | বঙ্গাব্দ

নড়িয়ায় ৫০০ রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিলো নুসা

  • আপলোড তারিখঃ 24-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 36768 জন
নড়িয়ায় ৫০০ রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিলো নুসা ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

শরীয়তপুর প্রতিনিধি:  শরীয়তপুরের নড়িয়ায় ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা)। মঙ্গলবার (২৪ জুন) দিনব্যাপী উপজেলার ঘরিষার ইউনিয়নের হাজী গিয়াস উদ্দিন ক্যাডেট মাদরাসায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে এ সেবা দেওয়া হয়। এতে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসকের নেতৃত্বে ১৩ সদস্যের একটি মেডিক্যাল টিম এ সেবা প্রদান করেন। 

চিকিৎসা সেবা পাওয়া দুই বৃদ্ধা নারী বলেন, আমাদের টাকা দিয়ে ডাক্তার দেখানোর ক্ষমতা নেই। নুসার মাধ্যমে আমরা তিন মাস পর পর ফ্রি সেবা নিতে পারি। এজন্য নুসার প্রতি আমরা কৃতজ্ঞ। 

স্থানীয় মিজান ফকির বলেন, নুসার মাধ্যমে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পে ৩ জন চিকিৎসক আমাদের সেবা প্রদান করছে। এই ধরনের ভাল কাজের জন্য তাদের ধন্যবাদ।

মেডিক্যাল টিমের পক্ষে ডা. আব্দুর রাজ্জাক বলেন, এখানে এসে আমরা দেখলাম প্রচুর পরিমাণে রোগী আছে। যারা চিকিৎসা ব্যয়বহুল হওয়ার কারণে চিকিৎসা নিতে পারছিলো না। 

নুসার উদ্যোগে আয়োজিত এই মেডিক্যালে আমরা বিনামূল্যে এই সেবা প্রদান করছি। এই সেবা যদি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে মাঝে মাঝে করা যায়, তাহলে আমাদের দেশে রোগীর সংখ্যা কমে আসবে। 

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর প্রোগ্রাম অফিসার মো. মাসুম কবির বলেন, নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা)'র সঙ্গে পিকেএসএফ দীর্ঘদিন ধরে প্রান্তিক মানুষের সেবায় বিভিন্ন কাজ করে আসছে। তার মধ্যে তিন মাস পর পর বিনামূল্যে চিকিৎসা সেবাও একটি কাজ। আমরা একসঙ্গে মানুষের সেবা করতে পেরে আনন্দিত।

নড়িযা উন্নয়ন সমিতি (নুসা)'র যুগ্ম পরিচালক কবির হোসেন বলেন, নুসা দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলের মানুষের উন্নয়নে কাজ আসছে। তারই ধারাবাহিকতায় প্রতিবছরই ৪ বার বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে থাকে। এবারও পিকেএসএফ এর অর্থায়নে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসকের নেতৃত্বে ১৩ সদস্যের একটি মেডিক্যাল টিম এ সেবা প্রদান করছেন। এদের মধ্যে একজন মেডিসিন বিশেষজ্ঞ, একজন চক্ষু বিশেষজ্ঞ এবং একজন গাইনী ও শিশু বিশেষজ্ঞ রয়েছেন। সেবা দিতে পেরে আমরা আনন্দিত। জাতীয় বীর প্রয়াত কর্নেল (অব.) শওকত আলীর প্রতিষ্ঠিত ও নুসার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মিজ মাজেদা শওকত আলীর নেতৃত্বে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল