অর্থ ও প্রেম
(একটি বাস্তবিক কবিতা)
🖋️আমিনুল হক নজরুল
অর্থে কিনি আমরা সুখের সাজ,
তবু হৃদয়ের শূন্যতায় বাজে বিরহের সুর,
টাকা ছুঁয়ে দেখে না ভালোবাসার জ্যোতিঃ,
প্রেম তো বোঝে না ব্যাংকের হিসাব-গণনা।
অর্থে আসে বাড়ি, গাড়ি, রাজপ্রাসাদ,
তবু রাতে বিছানায় নিঃসঙ্গতা বাস করে,
প্রেম পায়নি ঠাঁই সে সোনার খাঁচায়,
যেখানে হৃদয় অনাহারে মরে।
একটি গোলাপ হয়তো ব্যয়বহুল নয়,
তবু ভালোবাসার ছোঁয়ায় তা অমূল্য,
হীরে দিলে সব মিটে না হৃদয়ের ক্ষুধা,
প্রেম চায় মন, অর্থ চায় ভোগের মূল্যে।
হয়তো প্রেমেই খেয়ে-পরে বাঁচা যায় না,
তবু প্রেম ছাড়া জীবন এক শূন্যতা,
অর্থ দিয়ে জীবন চলে,
কিন্তু প্রেম দিয়ে জীবন বাঁচে—এই সত্যতা।