ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে দুই সাংবাদিকের ওপর হামলায় জড়িতদের গ্রেফতারে এসপিকে স্মারকলিপি

চট্টগ্রামে দুই সাংবাদিকের ওপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে চট্টগ্রামের পুলিশ সুপার কার্যালয়ে এসপি সাইফুল ইসলাম সানতুর কাছে স্মারকলিপি প্রদান করেন সাংবাদিকরা।
  • আপলোড তারিখঃ 07-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 29469 জন
চট্টগ্রামে দুই সাংবাদিকের ওপর হামলায় জড়িতদের গ্রেফতারে এসপিকে স্মারকলিপি ছবির ক্যাপশন: এসপিকে সাংবাদিকদের স্মারকলিপি প্রদান
ad728



আমিনুল হক,নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রামে দুই সাংবাদিকের ওপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে চট্টগ্রামের পুলিশ সুপার কার্যালয়ে এসপি সাইফুল ইসলাম সানতুর কাছে স্মারকলিপি প্রদান করেন সাংবাদিকরা।



মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে চট্টগ্রাম নগরীর নাছিরাবাদে জেলা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতুকে এ স্মারকলিপি দেওয়া হয়।এ স্মারকলিপিতে দ্রুত চিহ্নিত অপরাধীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়।



সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় পুলিশ সুপার জানান, চট্টগ্রামে এখন টিভির দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িতরা যতই শক্তিশালী হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় দলমতের পরিচয় বিবেচনা করা হবে না।


এসময় জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম, আহত সাংবাদিক হোসাইন জিয়াদ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, সিটিআরএন-এর যুগ্ম আহ্বায়ক এ কে আজাদ, নির্বাহী সদস্য আরিচ আহমেদ শাহ, তাম্মিম মাহামুদসহ চট্টগ্রামের সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



শাহনেওয়াজ রিটনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে আরও  বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) টিভি ইউনিট প্রধান তৌহিদুল আলম, সাংবাদিক সোহাগ কুমার বিশ্বাস, লতিফা আনসারী রুনা, আকরাম হোসেন, মুজিবুল হক, আহমেদ রাকিব, সাইফুল ইসলাম ও ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এনামুল প্রমুখ।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ৩