মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদীতে “সেবার প্রত্যয় আমাদের মূল শক্তি, রবের ইচ্ছায় মিলবে রোগ মুক্তি” এই স্লোগানে উপজেলা সদরে সরকারী পাসপাতাল রোডে হিরালাল সাহার মোড় সংলগ্ন ইদ্রিছ আলী কমপ্লেক্সে আল-শিফা ইসলামী হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকালে উদ্বোধন অনুষ্ঠানে আল-শিফা ইসলামী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোবারক হোসেন সরকারের সভাপতিত্বে এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পরিচালক বদরুল আলম নাঈমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সাধারন সম্পাদক মাহফুজুর রহমান মিঠু, যুগ্ন-সাধারন সম্পাদক শফিকুল ইসলাম ফুলু, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, লোহাজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল মতিন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান আব্দুল্লাহ, কটিয়াদী উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি আব্দুর রশিদ ওয়াহেদী. এড. রফিকুল ইসলাম ভূঞা, হাফেজ আব্দুল কাদেরসহ আল-শিফা ইসলামী হাসপাতালের শেয়ার হোল্ডার, চিকিৎসক, নার্স, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন কটিয়াদী উপজেলা ইমাম ও ওলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মো. সিদ্দিকুর রহমান।
উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ আল-শিফা ইসলামী হাসপাতাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন আমরা একটি আস্থাশীল, সুন্দর এবং মানসম্মত চিকিৎসার সেবার হাসপাতাল পেয়েছি, আধুনিক চিকিৎসা সেবা এ হাসপাতাল গুরুত্ব ভূমিকা রাখবে এটা আমি মনে করি।
আল-শিফা ইসলামী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোবারক হোসেন সরকার তার বক্তব্যে বলেন, রোগীদের সেবার প্রত্যয় আমাদের মূল শক্তি, ইনশাল্লাহ রবের ইচ্ছায় মিলবে রোগ মুক্তি এই স্লোগান নিয়ে আজ হতে আমরা যাত্রা শুরু করছি, কটিয়াদীতে এই প্রথম লিফটের সুবিধাসহ সার্বক্ষণিক নিরাপত্তা সুবিধা ও নিরিবিলি পরিবেশ আধুনিক প্রযুক্তি ও দক্ষ চিকিৎসকের সমন্বয়ে দেশের অন্যতম সেরা মানবিক স্বাস্থ্যসেবা কেন্দ্র আল-শিফা ইসলামী হাসপাতাল। এই হসপিটাল দেশের স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আনবে এবং সবার জন্য বিশ্বমানের চিকিৎসা নিশ্চিত করবে। তিনি আরও বলেন, আমাদের রয়েছে
বিশেষজ্ঞ চিকিৎসা সেবা যেমন,গাইনী বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ, চর্ম ও যৌন বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ,
হৃদরোগ বিশেষজ্ঞ, নাক, কান ও গলা বিশেষজ্ঞ, কিডনী, মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ, স্পেশালিস্ট কনসালটেশন, প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষাসমূহ, অটো বায়োকেমিক্যাল মেশিনের মাধ্যমে সব ধরণের বায়োকেমিক্যাল ও প্যাথলজিক্যাল পরীক্ষা
১০০% এআই প্রযুক্তির USA এর অত্যাধুনিক ডিজিটাল এক্স-রে, ১০০% 4D কালার ডপলার আল্ট্রাসনোগ্রাফী, TVS আল্ট্রাসনোগ্রাফী, USA এর (১২ চ্যানেল) ডিজিটাল ইসিজি মেশিনের মাধ্যমে ই.সি.জি, অত্যাধুনিক মেশিনে হরমোনসহ সকল ধরণের পরীক্ষা, বিদেশগামীদের জন্য প্রাথমিক মেডিকেল চেকআপ, ইকোকার্ডিওগ্রাফি অটো ব্লাড কালেকশন তাছাড়াও আপনাদের সেবায় আমাদের রয়েছে নবজাতক শিশুদের জন্য স্পেশাল বেবী কেয়ার ইউনিট, নিরাপদ ঝুঁকিমুক্ত অ্যান্টিব্যাকটোরিয়াল অপারেশন থিয়েটার, নবজাতক শিশুর জন্ডিসের জন্য ফটোথেরাপির সুব্যবস্থা, ২৪ ঘন্টা বিশেষজ্ঞ মহিলা গাইনী ডাক্তারের মাধ্যমে নরমাল ডেলিভারী ও সিজারের ব্যবস্থা, মহিলা চিকিৎসকের মাধ্যমে মহিলাদের আল্ট্রাসনোগ্রাফীর ব্যবস্থা, মহিলাদের এক্সরের জন্য রয়েছে মহিলা টেকনোলজিষ্ট, ভিআইপি কেবিন, এসি, নন এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড এবং ২৪ ঘন্টা নিজস্ব ফার্মেসী সার্ভিস। গরীব ও দুস্থ রোগীদেরকে স্বল্প খরচে চিকিৎসা প্রদান করা হবে। আমরা আপনাদের সার্বিক সহযোগিতা কামনার করি।