ইকবাল হোসাইন পানছড়ি প্রতিনিধি, খাগড়াছড়ি :
জেলার পানছড়ির সীমান্ত এলাকায় পাঠা ছাগল সহ একজন ভারতীয় নাগরিককে আটক করেছে ৩ বিজিবি-র টহল দল।
সুত্র জানায় ,৩১ জুলাই ২০২৫ ,বৃহস্পতিবার উপজেলার সীমান্ত সংলগ্ন লোগাং বাজার হতে ভারতীয় নাগরিক ছাগল ক্রয় করে নিয়ে যাওয়ার সময় ৩ বিজিবি অধীনস্থ বৌদ্ধমনিপাড়া বিওপি-র টহল দল দুটি পাঠা ছাগল সহ এক ভারতীয় অনুপ্রবেশকারী নাগরিককে আটক করে। আটককৃত শ্রী জেমোসিং ত্রিপুরা(৪৫)ভারতের ধলাই জেলার রইশ্যাবাড়ি থানার দেশরাই পাড়ার মৃত বিক্রম ত্রিপুরার ছেলে।
বিজিবি সুত্র জানায়, বৌদ্ধমনি পাড়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আব্দুল আলীমের নেতৃত্বে আটককৃত ভারতীয় নাগরিককে সন্ধ্যায় পানছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
পানছড়ি থানা অফিসার্স ইনচার্জ মো.জসিম উদ্দীন, ভারতীয় নাগরিক আটকের সত্যতা নিশ্চিত করে বলেন,আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে আইনি প্রক্রিয়া চলমান । তাকে শুক্রবার খাগড়াছড়ি সদর জেল হাজতে পাঠানো হবে।