নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার পৌরসদর আদালত পাড়ায় অবস্থিত সাঁজ বিউটি পার্লার থেকে দশ লাখ আঠার হাজার টাকা ও ৩ রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
রবিবার(২১ সেপ্টেম্বর) সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এ অভিযান চালায়। অভিযানকালে পার্লারের মালিক বিলকিস বেগমকে পাওয়া যায়নি। এ সময় পার্লারে কর্মরত তিনজন মহিলা কর্মচারী আটক করে থানায় নিয়ে যায়।
আটকরা হলেন- আলমনগর গ্রামের আলাউদ্দিনের স্ত্রী সাথী (৪২), নবীনগর পূর্ব পাড়ার করিমশাহ এলাকার আব্দুল সালামের মেয়ে তাশলিমা আক্তার এবং পূর্ব পাড়ার মৃত আমিন মিয়ার মেয়ে খাদিজা আক্তার।
অভিযান পরিচালনা করেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর ইসলাম। তিনি জানান, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে পার্লারটিকে ব্যবহার করে জাল নোট ছাপানোর ও সঞ্চয়ের কার্যক্রম পরিচালনা করছিল। চক্রটি আসন্ন বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসবকে কেন্দ্র করে এই জাল নোট বাজারজাত করার প্রস্তুতি নিচ্ছিলো। অভিযানের সময় পার্লারের ভেতর থেকে তিন জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তদন্ত চলছে জড়িত থাকা ব্যক্তিদের বিরুদ্ধে জালিয়াতি ও অস্ত্র নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যপারে আটক পার্লারের ম্যানেজার সাথী জানান, বিকালে এক যুবতী হাইড্রা ফেসিয়াল করার কথা বলে পার্লারে আসেন। তিনি দরদাম করার পর কিছুক্ষণ পর আসছি বলে একটি ব্যাগ রেখে বাইরে যান। এর কিছুক্ষণ পর পুলিশ পার্লারে ঢুকে । ওই ব্যাগটি থেকে জাল টাকা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ।