ঢাকা | বঙ্গাব্দ

কুলিয়ারচরে গর্তের ময়লা পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

কুলিয়ারচরে গর্তের ময়লা পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
  • আপলোড তারিখঃ 02-11-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 6796 জন
কুলিয়ারচরে গর্তের ময়লা পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু ছবির ক্যাপশন: প্রতিকী ছবি
ad728

কুলিয়ারচরে গর্তের ময়লা পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু


কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:


কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরশহরের বড়খারচর মহল্লায় বাড়ির পাশের গর্তে পরে ফরহাদ (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২ নভেম্বর) সকালে বড়খারচর পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদ ওই এলাকার মো. ফয়সাল মিয়ার একমাত্র পুত্র।


পারিবারিক সূত্রে জানা যায়, সকালে ফরহাদের মা সন্তানকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের গর্তে জমে থাকা পানিতে মুখ নিচের দিকে ডুবে থাকা অবস্থায় শিশু ফরহাদকে দেখতে পায় তারা। দ্রুত উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।


শিশু ফরহাদের অকাল মৃত্যুর খবরে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।


ঘটনার পর কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসিন খন্দকার নিহত শিশুর বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান এবং দুর্ঘটনার বিষয়ে খোঁজখবর নেন।


কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন পিপিএম জানান, “ঘটনাটি একটি দুঃখজনক দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে শিশুটির লাশ ময়নাতদন্তে ছাড়াই হস্তান্তর করা হয়েছে।”


স্থানীয়দের দাবি, বসতবাড়ির আশপাশে খোলা গর্ত ও জলাবদ্ধতা নিরাপত্তাহীনতার কারণ হয়ে দাঁড়িয়েছে - যা সামাজিক ভাবে নজরদারি বাড়ানোর দাবি তুলেছেন তারা।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

শার্শায় সালিশ বৈঠকে রক্তক্ষয়ী সংঘর্ষে একই পরিবারের ১০ জন আহত