ঢাকা | বঙ্গাব্দ

শরীয়তপুর-১ আসনে গণঅধিকার পরিষদের দলীয় মনোনয়নপত্র দাখিল করলেন অ্যাড. খবির হোসেন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকে দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন শরীয়তপুর জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খবির হোসেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে শরীয়তপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ডা. শাহাজালাল সাজু এ তথ্য নিশ্চিত করেছেন।
  • আপলোড তারিখঃ 06-11-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 1986 জন
শরীয়তপুর-১ আসনে গণঅধিকার পরিষদের দলীয় মনোনয়নপত্র দাখিল করলেন অ্যাড. খবির হোসেন ছবির ক্যাপশন: গণঅধিকার পরিষদের দলীয় মনোনয়নপত্র দাখিল করলেন অ্যাড. খবির হোসেন
ad728



শরীয়তপুর প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকে দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন শরীয়তপুর জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খবির হোসেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে শরীয়তপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ডা. শাহাজালাল সাজু এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন তিনি। এসময় তাঁর সঙ্গে ছিলেন,শরীয়তপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ডা. শাহাজালাল সাজু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল এম সাদিপ, যুগ্ম সাধারণ সম্পাদক রাফি আহমেদ জয় ও তাইজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমেদ মাদবর, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাজা মাল, জাজিরা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি অনিক সরদার, সাংগঠনিক সম্পাদক ফরহাদ সিকদার, ও সাখাওয়াত হোসেন সান্টু প্রমূখ।



এসময় অ্যাডভোকেট খবির হোসেন বলেন, আমি ২০১৯ সাল থেকে ভিপি নুরুল হক নুর ভাইয়ের নেতৃত্বে সকল আন্দোলন সংগ্রামে মাঠে থেকেছি। এছাড়াও শরীয়তপুর জেলা যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাকালিন সমন্বয়ক। পরবর্তীতে সদস্য সচিব এবং জেলা গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাকালিন সিনিয়র যুগ্ম আহবায়ক এবং বর্তমানে নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। 


তিনি আরও বলেন, গণঅধিকার পরিষদ জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে যেমন ছিল, তেমনি নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদেও জনগণের প্রতিনিধিত্ব করতেও প্রস্তুত। শরীয়তপুর-১ আসনের মানুষের আস্থা, দোয়া ও ভালবাসা আমার সঙ্গে আছে। তারা আমাকে চায়। দল অবশ্যই আমাকে মূল্যায়ন করবে। আমি মনোনয়ন দিলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ আমাকেই রায় দিবে, ইনশাআল্লাহ। আর আমি নির্বাচিত হলে এই আসনের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবো, ইনশাআল্লাহ।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান