ঢাকা | বঙ্গাব্দ

গফরগাঁওয়ে কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা

  • আপলোড তারিখঃ 16-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 41828 জন
গফরগাঁওয়ে কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ 

ময়মনসিংহের গফরগাঁওয়ে পূর্ব শত্রুতার জেরে নাঈম মিয়া (২৩) নামে এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে গুরুতর আহত করে একদল সন্ত্রাসী। 

শুক্রবার(১৩জুন) রাত ৯ ঘটিকায় উপজেলার দাওয়া দাইর দাখিল মাদ্রাসা মাঠে বসে শিক্ষার্থী নাঈম মিয়া মোবাইল দেখছিলেন। এসময় পূর্ব শত্রুতার জেরে একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে  দাড়ালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে তাকে গুরুতর আহত করে। 

পরে খবর পেয়ে স্বজনরা ৯৯৯ এ কল দিয়ে পুলিশের সহায়তায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।  পরিস্থিতির অবনতি হলে প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ও পরে ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি করেন। সোমবার (১৬জুন) চিকিৎসাধীন অবস্থায়  দুপুর আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহত নাঈম মিয়া উপজেলার পাগলা থানাধীন টাংগাব ইউনিয়নের দাওয়া দাইর গ্রামের  মফিজ উদ্দিনের ছেলে ও গাজীপুর ভাওয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

নিহতের পরিবার ও স্থানীয়দের দাবি, এই হামলা পূর্ব পরিকল্পিত এবং রাজনৈতিক প্রতিহিংসা থেকেই ঘটানো হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিহতের ভাই সোহেল মিয়া জানান, ভাইকে হারিয়ে আমরা আতঙ্কে আছি। 

পাগলা থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল