ঢাকা | বঙ্গাব্দ

শরীয়তপুরে আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাদক বিরোধী র‍্যালি

  • আপলোড তারিখঃ 20-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 480 জন
শরীয়তপুরে আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাদক বিরোধী র‍্যালি ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

শরীয়তপুর প্রতিনিধি: "মাদক থেকে দূরে থাকুন, সুস্থ জীবন গড়ুন" এই শ্লোগানকে সামনে রেখে শরীয়তপুরে আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুরে এ র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে সংগঠনের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মো. সুরুজ আহমেদ খান সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা  সরদার এ কে এম নাসির উদ্দীন কালু। বিশেষ অতিথি ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল কাদের। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি নেতাবৃন্দ, বিপুল সংখ্যক কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সরদার একেএম নাসির উদ্দীন কালু বলেন, আমাদের দেশ থেকে মাদক নির্মূল করতে হবে। মাদক আমাদের সমাজের জন্য একটি মরণঘাতী। এখন থেকে যদি আমরা মাদকের বিরুদ্ধে সোচ্চার না হোই। তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের হাত থেকে কোনমতে রক্ষা করা যাবে না। তাই দলমত নির্বিশেষে মাদকের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।  

বিশেষ অতিথির বক্তব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল কাদের বলেন, আমরা স্পষ্ট ঘোষণা করতে চাই, সমাজের ঐক্যবদ্ধ চেষ্টার মাধ্যমে এই দেশকে, এই গ্রামকে,  এই সমাজকে, এই শরীয়তপুরকে মাদকমুক্ত করতে পারবো। সকলের অংশগ্রহণের মাধ্যমে আমরা মাদক মুক্ত করতে পারবো ইনশাআল্লাহ।

সংগঠনের প্রতিষ্ঠাতা আতাউর রহমান খান বলেন, মাদক এক মারাত্মক বিষ। এটি জীবন নষ্ট করে, পরিবার ভাঙে এবং সমাজে অশান্তি আনে। আসুন, সবাই মিলে শপথ করি, মাদককে না বলি, সুস্থ জীবন গড়ি।
 
সংগঠনের সভাপতি মো. সুরুজ আহমেদ খান বলেন, মাদক সমাজের একটি মরণ ব্যাধি। মাদকের কালো থাবা থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে হবে। মাদকের ভয়াবহতা তুলে ধরতেই আমাদের আজকের আয়োজন। 
আমরা ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে লড়াই করবো, ইনশাআল্লাহ।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।