ঢাকা | বঙ্গাব্দ

কুলিয়ারচরে উপজেলা ও পৌর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে কিশোরগঞ্জের কুলিয়ারচরে।
  • আপলোড তারিখঃ 03-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 18723 জন
কুলিয়ারচরে উপজেলা ও পৌর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ছবির ক্যাপশন: নেতাকর্মীদের মিছিল
ad728



কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে কিশোরগঞ্জের কুলিয়ারচরে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বিশাল র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।


এসময় কুলিয়ারচর উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও শ্লোগানসহ মিছিলে অংশ নেন। র‍্যালিটি উপজেলা সদরের কুলিয়ারচর বাজার সড়ক প্রদক্ষিণ করে।


পরে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা ও পৌর চেয়ারম্যান জনাব নূরুল মিল্লাতের সভাপতিত্বে, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুকুল ইসলাম ফারুক এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ কামরুল ইসলাম মুছার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সভায় বক্তব্য রাখেন-

জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মশিউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শাহ আলম, বিএনপি নেতা মোঃ সাইয়ূম ছিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ মিয়া, হায়দার এ আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক আজাহার উদ্দিন লিটন, পৌর যুবদলের আহ্বায়ক মাসুদ রানা, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ইমরান খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম রেজা, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব তরিকুল ইসলাম আরিফ, উপজেলা মহিলা দলের সভাপতি বিলকিস আক্তার রেখা সহ ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদকবৃন্দ প্রমুখ।


বক্তারা বলেন, “বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অবিচল রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যেতে হবে।” তারা আগামী দিনের আন্দোলনে নেতাকর্মীদের আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান।


আয়োজনে উপজেলা ও ইউনিয়ন থেকে আগত শতশত নেতাকর্মীর অংশগ্রহণে, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সক্রিয় উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উৎসবমুখর পরিবেশে হাজারো মানুষের সমাবেশে পরিণত হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।