রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ ( পি.পি গুদাম) চত্বরে এসব বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা শাকুরা নাম্নী'র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ আল মামুন।
বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মতিউর রহমান, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা ফজলুর রহমান প্রমূখ।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম ও শীতকালীন পেয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২৭৫০ জন কৃষক এর মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করে। এসময় প্রতি কৃষককে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, সরকারের এ উদ্যোগ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের রবি মৌসুমে লাভজনক ফসল চাষে উৎসাহিত করবে, উৎপাদন বাড়াবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে।
কৃষকরা জানান, এই সহায়তা তাঁদের উৎপাদন ব্যয় কমাতে ও ফলন বৃদ্ধি করতে সহায়ক হবে।