খাগড়াছড়ি প্রতিনিধি :
ফুল ফুটেছে, পাখি গাইছে, ঋতুরাজ বসন্ত বরণে প্রকৃতি সেজেছে অপরূপ সাজে। আর সেই সাথে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজেও লেগেছে বসন্তের রঙ। শুরু হয় কলেজ ক্যাম্পাসে বর্ণিল বসন্ত বরণ ও পিঠা উৎসব। এতে বিভিন্ন স্টলে বাহারী পিঠার দেখা মেলে।
এ দিন পিঠা উৎসব পরিদর্শন করেন খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরণ চাকমা, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মদ রিয়াজুল হক সোহেল, প্রভাষক জহিরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা।পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বসন্তের বিভিন্ন গান, কবিতা, গল্প ও নাচের মাধ্যমে জাঁকজমক পূর্ণ ভাবে 'বসন্ত বরণ ও পিঠা উৎসব সম্পন্ন হয়।
মূলত নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে উৎসবমুখর পরিবেশে এ বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।।
বৃহস্পতিবার(২৭ফেব্রুয়ারি) সকাল থেকে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে তরুণীরা বসন্ত উৎসবে হলুদ শাড়ীতে সাজগোজ করে ডানাকাটা পরীর মতো দলে দলে উৎসবে যোগদান করেন। এ সময় তাদের চোখে মুখে আনন্দের ছোঁয়া দেখা যায়। নিজস্ব তৈরি চিকেন মোমো, ইলিশ পিঠা, পাক্কন পিঠা, জিমের পিঠা, লাচ্ছা বড়া, সান্নি পিঠা, ছোলা বুট, আচার, পাস্কা, বস বড়া, পাজন, বড়া-পিঠা, ভাপা নারিকেল পুরি, পাটিশাপটা পিঠা, কুমড়ো পিঠা, জাসাই পিঠা, কামরাঙ্গা পিঠা, নকশি পিঠা, মিষ্টি আলুর পিঠাসহ নাম না জানা আরও বিভিন্ন ধরনের পিঠা নিয়ে পসরা সাজিয়ে বসেছেন কলেজের শিক্ষার্থীরা।
এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলার পরিণত হয় পুরো কলেজ প্রাঙ্গণ। তরুণীরা নতুন-পুরাতন বন্ধু ও কলেজের প্রাক্তন ছাত্রীদের একে-অপরকে কাছে পেয়ে উৎসবে মেতে উঠেন।