ঢাকা | বঙ্গাব্দ

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে জনমনে সন্দেহ দানা বাধছে- এডঃ নূরুল ইসলাম খান

ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব, সাবেক পিপি এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান বলেছেন, দীর্ঘ লড়াই সংগ্রাম ও ২৪ এর ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের পর যখন ডক্টর মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে অন্তবর্তীকালীন সরকার গঠিত হয় তখন দেশের মানুষ আশা করেছিল এবার একটু শান্তির নিঃশ্বাস ফেলতে পারবে।
  • আপলোড তারিখঃ 07-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 59863 জন
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে জনমনে সন্দেহ দানা বাধছে- এডঃ নূরুল ইসলাম  খান ছবির ক্যাপশন: ইসলামী গণতান্ত্রিক পার্টি
ad728



রফিকুল ইসলাম খান,স্টাফ রিপোর্টার:

ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব, সাবেক পিপি এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান বলেছেন,  দীর্ঘ লড়াই সংগ্রাম ও ২৪ এর ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের পর যখন ডক্টর মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে অন্তবর্তীকালীন সরকার গঠিত হয় তখন দেশের মানুষ আশা করেছিল এবার একটু শান্তির নিঃশ্বাস ফেলতে পারবে। এবং দেশে একটি অবাধ,  অংশ গ্রহণমূলক, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনগণের কাংখিত  সরকার গঠিত হবে। কিন্তু সরকারের কঠোর পদক্ষেপের অভাবে নির্বাচনকে সমনে রেখে যে ভাবে চাঁদাবাজ ও মব সন্ত্রাসের দৌরাত্ম বেড়ে চলেছে এবং সরকার এ ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ না করায় মানুষ আজ হতাশা ও উদ্বেগের মধ্যে জীবন অতিবাহিত করছে। আমরা মনে করি এর একমাত্র সমাধান হচ্ছে সরকারের দৃঢ় পদক্ষেপ গ্রহণ এবং ইসলাম  ও মহানবী (সা:) প্রদর্শিত ও নির্দেশিত শান্তি ও সম্প্রীতির রাজনৈতিক পরিবেশের দৃঢ়  বাস্তবায়ন। 

শনিবার ৬ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর   টিকাটুলিস্থ মহানগর কার্যালয়ে দলের ঢাকা দক্ষিণ মহানগর শাখার সভাপতি কাজী মাসুদ আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান এ কথা বলেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোঃ আনিসুর রহমান শেখ ও জগদীশ সরকার। এছাড়াও বক্তব্য রাখেন ঢাকা মহানগর শাখার নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া পরিচালনা করেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মাওলানা মোঃ হুমায়ুন কবির।



নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান