ঢাকা | বঙ্গাব্দ

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে জনমনে সন্দেহ দানা বাধছে- এডঃ নূরুল ইসলাম খান

ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব, সাবেক পিপি এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান বলেছেন, দীর্ঘ লড়াই সংগ্রাম ও ২৪ এর ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের পর যখন ডক্টর মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে অন্তবর্তীকালীন সরকার গঠিত হয় তখন দেশের মানুষ আশা করেছিল এবার একটু শান্তির নিঃশ্বাস ফেলতে পারবে।
  • আপলোড তারিখঃ 07-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 14109 জন
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে জনমনে সন্দেহ দানা বাধছে- এডঃ নূরুল ইসলাম  খান ছবির ক্যাপশন: ইসলামী গণতান্ত্রিক পার্টি
ad728



রফিকুল ইসলাম খান,স্টাফ রিপোর্টার:

ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব, সাবেক পিপি এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান বলেছেন,  দীর্ঘ লড়াই সংগ্রাম ও ২৪ এর ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের পর যখন ডক্টর মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে অন্তবর্তীকালীন সরকার গঠিত হয় তখন দেশের মানুষ আশা করেছিল এবার একটু শান্তির নিঃশ্বাস ফেলতে পারবে। এবং দেশে একটি অবাধ,  অংশ গ্রহণমূলক, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনগণের কাংখিত  সরকার গঠিত হবে। কিন্তু সরকারের কঠোর পদক্ষেপের অভাবে নির্বাচনকে সমনে রেখে যে ভাবে চাঁদাবাজ ও মব সন্ত্রাসের দৌরাত্ম বেড়ে চলেছে এবং সরকার এ ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ না করায় মানুষ আজ হতাশা ও উদ্বেগের মধ্যে জীবন অতিবাহিত করছে। আমরা মনে করি এর একমাত্র সমাধান হচ্ছে সরকারের দৃঢ় পদক্ষেপ গ্রহণ এবং ইসলাম  ও মহানবী (সা:) প্রদর্শিত ও নির্দেশিত শান্তি ও সম্প্রীতির রাজনৈতিক পরিবেশের দৃঢ়  বাস্তবায়ন। 

শনিবার ৬ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর   টিকাটুলিস্থ মহানগর কার্যালয়ে দলের ঢাকা দক্ষিণ মহানগর শাখার সভাপতি কাজী মাসুদ আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান এ কথা বলেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোঃ আনিসুর রহমান শেখ ও জগদীশ সরকার। এছাড়াও বক্তব্য রাখেন ঢাকা মহানগর শাখার নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া পরিচালনা করেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মাওলানা মোঃ হুমায়ুন কবির।



নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।