রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমান সদস্য এবং গফরগাঁও আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডঃ আল ফাতাহ্ খান।
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার তিনি উপজেলার পাঁচবাগ ইউনিয়নের শাঁখচূড়া আমাটিয়া সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ ঘুরে দেখেন।
এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন স্তরের জনসাধারণের সঙ্গে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নেন।
এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করেন এবং আর্থিক সহায়তা দেন তিনি।
পরিদর্শনকালে এ্যাডঃ আল ফাতাহ্ খান বলেন, ‘শারদীয় দুর্গোৎসব আমাদের হাজার বছরের ঐতিহ্যের অংশ। এ উৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সার্বজনীন উৎসব। এ উৎসবের মধ্যে দিয়ে সবার মধ্যে আনন্দ, সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে পড়ে। ধর্ম যার যার, উৎসব সবার- এই মন্ত্রে আমরা বিশ্বাসী। আমরা চাই প্রত্যেক নাগরিক নিরাপদে, আনন্দঘন পরিবেশে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করুক।’
তিনি আরও বলেন, বিএনপি সবসময় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের পাশে ছিল এবং থাকবে। আমরা বিশ্বাস করি, ঐক্য ও সম্প্রীতি ছাড়া উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। তাই আসুন, সবাই মিলে মিলেমিশে শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলি।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সহকারী মহাসচিব মো: জাকারিয়া শরিফ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক দিদারুল ইসলাম দিদার, পাগলা থানা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোজাহিদুল কবির সেলিম, পাগলা থানা শ্রমিকদল নেতা শরীফ আহমেদ, একলাস উদ্দিন উজ্জল, পাগলা থানা যুবদল নেতা ইয়াহিয়া খান, পাঁচবাগ ইউনিয়ন বিএনপি নেতা মোঃ সবুজ, আলাউদ্দিন ধনু, পাঁচবাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী সাদ্দাম হোসেন, পূজামণ্ডপ কমিটির সাধারণ সম্পাদক নিখিল চন্দ্র দাস, কোষাধ্যক্ষ লিটন চন্দ্র বর্মন, জোটন চন্দ্র বর্মনসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী প্রমুখ।