স্টাফ রিপোর্টার :
"দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি"—এই প্রতিপাদ্যে কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকালে উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালি, ফায়ার সার্ভিস মহড়া ও আলোচনা সভার মধ্যদিয়ে এ দিবসটি উদযাপন করা হয়।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার দিলশাদ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়া ।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ মোহাম্মদ মহিবুল্লাহ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন, বিএনপি সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল, সদর ইউপি চেয়ারম্যান ফাইয়াজ হাসান বাবু, যুগ্ন সম্পাদক নিজামুল হক নজরুল, উপজেলা প্রেসক্লাব সভাপতি ও জার্নাল অব কান্ট্রি'র সম্পাদক নজরুল ইসলাম সাগর, যুবদল সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা প্রেসক্লারের ভারপ্রাপ্ত সম্পাদক আলী রহমান, পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুরমা আক্তার, উপজেলা স্কাউট কমিশনার আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।