ঢাকা | বঙ্গাব্দ

কুলিয়ারচরে বিধবা নারীর পুকুরে বিষ ঢেলে মাছ নিধন, ক্ষতি ৭ লাখ টাকা

  • আপলোড তারিখঃ 21-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 43572 জন
কুলিয়ারচরে বিধবা নারীর পুকুরে বিষ ঢেলে মাছ নিধন, ক্ষতি ৭ লাখ টাকা ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক বিধবা নারীর পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে  উপজেলার সালুয়া ইউনিয়নের মাইঝপাড়া গ্রামের পুকুরে বিষ প্রয়োগ করা হয়।  যা রবিবার (২১ সেপ্টেম্বর ) মৃত অবস্থায় মাছ ভেসে উঠার মাধ্যমে অনুমান করা হয়। ক্ষতিগ্রস্ত বিলকিছ আক্তার (৫৫) জানান, স্বামী মৃত্যুর পর থেকে তিনি ১ একর ২৮ শতক জমির পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। রবিবার সকালে তিনি দেখেন পুকুরে মাছ মরতে শুরু করেছে। দিন শেষে  পুরো পুকুর  মরা মাছে ভেসে উঠার দৃশ্য দেখা যায়।

 স্থানীয়রা ধারণা করছেন, শত্রুতাবশত কেউ পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে রুই, কাতলা, কারফু, ব্রিগেড, ম্রিগেল, সিলভার কার্প, তেলাপিয়া, গ্রাস কার্প ও সরপুঁটিসহ সব মাছ মারা গেছে।
ভুক্তভোগী দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার জানান, বিষয়টি মৌখিকভাবে জানা গেছে, তবে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান