ঢাকা | বঙ্গাব্দ

খাগড়াছড়িতে বন্যা পরবর্তী জীবনমান উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান

খাগড়াছড়িতে বন্যা পরবর্তী জীবনমান উন্নয়ন(জীবন ও জীবিকা)'র জন্য নগদ আর্থিক সহায়তা দিয়েছেন স্থানীয় উন্নয়ন সংস্থা জাবারাং কল্যাণ সমিতি।
  • আপলোড তারিখঃ 25-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 85217 জন
খাগড়াছড়িতে বন্যা পরবর্তী জীবনমান উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728


খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে বন্যা পরবর্তী জীবনমান উন্নয়ন(জীবন ও জীবিকা)'র জন্য নগদ আর্থিক সহায়তা দিয়েছেন  স্থানীয় উন্নয়ন সংস্থা জাবারাং কল্যাণ সমিতি। 


শুক্রবার(২৫এপ্রিল) সকালে খাগড়াছড়ি সদরের কমলছড়ি ইউনিয়ন পরিষদের হলরুমে এ প্রদান করা হয়। এ সময় কমলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল চাকমা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়।



এ দিন বিগত সময়ে (২০২৪সালে আগস্ট মাসে) বন্যায় ক্ষতিগ্রস্ত একশত পরিবারের মাঝে বিকাশের মাধ্যমে প্রত্যেক পরিবারের মাঝে ৬হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই অর্থ প্রদানের মূল উদ্দেশ্য হচ্ছে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন কিছুটা হলেও জীবিকা নির্বাহ করার সুযোগ তৈরি হয়। তারা যেন এই অর্থ দিয়ে গৃহপালিত পশু-পাখিনপালন করে জীবিকা নির্বাহ করতে পারেন। সেজন্যই কিছু শর্তদিয়ে সম্পূর্ণ অফেরৎযোগ্য নগদ অর্থ প্রদান করা হয়। গতকাল ২৪এপ্রিল বৃহস্পতিবার সকালেও খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মিলায়তনে বিগত সময়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০পরিবারের মাঝে  ৬হাজার টাকা করে প্রত্যেক পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। দুইদিনে ধাপে ধাপে সদর উপজেলা দুইটি ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে নগদ ১২লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।


এ সময় জাবারাং কল্যাণ সমিতি'র নির্বাহী পরিচালস মথুরা বিকাশ ত্রিপুরা,প্রোগ্রাম কো-অর্ডিনেটর বিনোদন ত্রিপুরাসহ কমলছড়ি ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

‎লোগাং-এ জুলাই গন অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত