ঢাকা | বঙ্গাব্দ

কটিয়াদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ

সরিষা চাষ বাড়াবো, তেলের চাহিদা মিটাবো, সরিষা চাষে ভরবো দেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনার আওতায় রবি মৌসুমে খাদ্য শস্য উৎপাদন বৃদ্ধি ও উৎপাদন ব্যয় কমাতে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ১হাজার ৩শ ০৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে গম, সূর্যমুখী, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ এবং মসুর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচি উদ্বোদন করা হয়েছে।
  • আপলোড তারিখঃ 04-11-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 4016 জন
কটিয়াদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে  বীজ ও রাসায়নিক সার বিতরণ ছবির ক্যাপশন: কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ
ad728


মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার:

“সরিষা চাষ বাড়াবো, তেলের চাহিদা মিটাবো, সরিষা চাষে ভরবো দেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনার আওতায় রবি মৌসুমে খাদ্য শস্য উৎপাদন বৃদ্ধি ও উৎপাদন ব্যয় কমাতে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ১হাজার ৩শ ০৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে গম, সূর্যমুখী, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ এবং মসুর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচি উদ্বোদন করা হয়েছে।

রবিবার দুপুরে কটিয়াদী প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাইদুল ইসলাম উপস্থিত থেকে কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও  রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। 

বিনা মূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা আজহার মাহমুদ, কৃষি সম্প্রসারন কর্মকর্তা আরাফাত হোসেন সানি, কটিয়াদী পৌরসভার উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. মইনুল ইসলাম, জালালপুর ইউনিয়ের ঝাকালিয়া ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোশারফ হোসেন, লোহাজুরী ইউনিয়ের  লোহাজুরী ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, করগাঁও ইউনিয়ের ভোনা ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ লিটন মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. খলিলুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম সেতু, কটিয়াদী বাজার বনিক সমিতির সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ইলিয়াস আলী, সাধারন সম্পাদক ও পৌর যুবদলের আহবায়ক মো. জিল্লুর রহমান, ছাত্র প্রতিনিধি আব্দুল্লাহ আল রোমানসহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারি কৃষি কর্মকর্তা ও কৃষক কৃষাণীগণ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শফিকুল ইসলাম ভূঞা জানান, ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় গম, মুগ,সরিষা, সূর্য্যমূখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর  ও সার ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১টি পৌরসভা ও ৯ টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ১হাজার ৩শ’ ০৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে। 

কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাইদুল ইসলাম বলেন, সরকার রবি মৌসুমে খাদ্য শস্য উৎপাদন বৃদ্ধি ও উৎপাদন ব্যয় কমাতে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার আওতায় বিনা মূলে বীজ ও সার বিতরণ করছে। সরকারের বিনা মূলে বীজ ও সার দেওয়ার একটাই উদ্দেশ্য কৃষকগণ যেন উচ্চমানের ফলন উৎপাদন করতে পারেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান