মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার:
“সরিষা চাষ বাড়াবো, তেলের চাহিদা মিটাবো, সরিষা চাষে ভরবো দেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনার আওতায় রবি মৌসুমে খাদ্য শস্য উৎপাদন বৃদ্ধি ও উৎপাদন ব্যয় কমাতে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ১হাজার ৩শ ০৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে গম, সূর্যমুখী, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ এবং মসুর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচি উদ্বোদন করা হয়েছে।
রবিবার দুপুরে কটিয়াদী প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাইদুল ইসলাম উপস্থিত থেকে কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
বিনা মূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা আজহার মাহমুদ, কৃষি সম্প্রসারন কর্মকর্তা আরাফাত হোসেন সানি, কটিয়াদী পৌরসভার উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. মইনুল ইসলাম, জালালপুর ইউনিয়ের ঝাকালিয়া ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোশারফ হোসেন, লোহাজুরী ইউনিয়ের লোহাজুরী ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, করগাঁও ইউনিয়ের ভোনা ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ লিটন মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. খলিলুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম সেতু, কটিয়াদী বাজার বনিক সমিতির সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ইলিয়াস আলী, সাধারন সম্পাদক ও পৌর যুবদলের আহবায়ক মো. জিল্লুর রহমান, ছাত্র প্রতিনিধি আব্দুল্লাহ আল রোমানসহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারি কৃষি কর্মকর্তা ও কৃষক কৃষাণীগণ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শফিকুল ইসলাম ভূঞা জানান, ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় গম, মুগ,সরিষা, সূর্য্যমূখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর ও সার ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১টি পৌরসভা ও ৯ টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ১হাজার ৩শ’ ০৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।
কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাইদুল ইসলাম বলেন, সরকার রবি মৌসুমে খাদ্য শস্য উৎপাদন বৃদ্ধি ও উৎপাদন ব্যয় কমাতে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার আওতায় বিনা মূলে বীজ ও সার বিতরণ করছে। সরকারের বিনা মূলে বীজ ও সার দেওয়ার একটাই উদ্দেশ্য কৃষকগণ যেন উচ্চমানের ফলন উৎপাদন করতে পারেন।