ঢাকা | বঙ্গাব্দ

কটিয়াদীতে মসূয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • আপলোড তারিখঃ 13-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 46466 জন
কটিয়াদীতে মসূয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ছবির ক্যাপশন: ছবি :- আজকের সংবাদ
ad728

মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মসূয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার সকাল ১০ টায় মসূয়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করা হয়। পরে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণ করেন অত্র বিদ্যালয়ের কোমলমতি শিক্ষর্থীরা। 

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মসুয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কটিয়াদী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ  তরিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন, কটিয়াদী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহফুজুর রহমান। 

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কটিয়াদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ জায়েদুল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শামসুল হক চান মিয়া, উপজেলা কৃষক দলের সদস্য সচিব হাজী মোহাম্মদ আলী, কটিয়াদী পৌর যুবদলের সদস্য সচিব মোঃ আজিজুল হক, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক  জালাল উদ্দিন রুমি, উপজেলা বিএনপি নেতা কামরুল ইসলাম বাবলু, ইউনিয়ন কৃষক দল নেতা আসাদুজ্জামানসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং অত্র বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র/ছাত্রী বৃন্দ। 

 প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলেদেন অত্র বিদ্যালয়ের সভাপতি আরিফুর রহমান কাঞ্চন ও প্রধান শিক্ষক আবুল কাশেম শিশিসহ অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে মসুয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কটিয়াদী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা তোমাদের পড়াশুনার পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতা ও সাহিত্য, সাংস্কৃতিক চর্চা করে নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তোলবে। মা-বাবা ও শিক্ষকদের  কথা শুনতে হবে। তোমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান মসুয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীগণের মধ্যে প্রতি বছর মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে। শুধু মেডিকেলে ভর্তির সুযোগ পেলেই হবে না, তোমাদের প্রস্তুতি নিতে হবে, যাতে দেশের ভালো ভালো মেডিকেল কলেজসহ দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায়।


নিউজটি পোস্ট করেছেনঃ নিজেস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

চট্টগ্রামে অনলাইন ব্যবসার আড়ালে ছিনতাইয়ের ফাঁদ, চক্রের ৭ সদস্য গ্রেফতার